উপরি পাওনা

প্রথম সূর্য্য ছোঁয়া কুয়াশা যখন
বৃষ্টি হয়ে ছুঁয়েছে মাটি।
অধরা কিন্তু অদেখা নয়
এমন কিছু স্বপ্নের খোঁজে আমি --
রাতারাতি
চেনা ছকে আঁধার কাটি।
বদ্ধ জানালার উন্মুক্ত গরাদ
ঠাণ্ডা দখিনায় উষ্ণতা শোষে
আদিম মগ্নতায়!
শীতল নগ্নতায়
পড়ে আছি ফুটপাত শিশুর মতো
টিকে আছি কোন মতে।
তুমি হয়তো চেনোনি আমায়
হাজার লক্ষ কোটির ব্যানার নেই
প্রান্ত ভরা আতিশর্য্য নেই নামের নীচে।
তবু
চিরকালীন যক্ষার মত আছি আমি।
বুক থেকে রক্ত উগলে আসার আগে
যেটুকু বিষ আছে রন্ধ্রে রন্ধ্রে
শুষে নেবার আগে --
বিরাম নেই
শান্তি নেই আমার্।
উপরি পাওনা যদি কিছু মেলে,
তবে তাকে বিপ্লব বোলো না …




No Comment........

 

 




0 comments:

Post a Comment

Popular Posts