***********************************************************************************************************************************
আচ্ছালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি ও আছি ভালোই আলহামদুলিল্লাহ্। যাই হোক আজ আমি যেই পোস্ট টির কথা বলছি সেটি সম্পর্কে অনেকে হয়তো জানেন, যারা না জানেন তারা দেখে নেন কাজে লাগতে পারে। আমরা প্রয়জনের তুলনায় RUN (Win + R ) এর ব্যবহার খুব কম করি। এবার কিছু র্সটকী থেকে Run অপশন একবার ব্যবহার করে দেখেন দেখুন আপনার ব্যবহার কতটা দ্রুত এবং মজাদার :
যেমন ক্যালকোলেটর এর জন্য শুধু RUN এ গিয়ে
calc লিখে এন্টার ………
বাস Calculator হাজির ।
এগুলো Run অপশনে গিয়ে লিখুন।
Add/Remove Programs – appwiz.cpl
Adobe Photoshop (if installed)- photoshop
Bluetooth Transfer Wizard – fsquirt
Calculator – calc
Control Panel – control
Date and Time Properties – timedate.cpl
Firefox (if installed)- firefox
Free Cell Card Game- freecell
Game Controllers- joy.cpl
Help and Support- helpctr
Internet Explorer- iexplore
Pinball Game – pinball
Power Configuration – powercfg.cpl
Printers and Faxes – control printers
Printers Folder – printers
Real Player (if installed)- realplay
Registry Editor – regedit
Remote Access Phonebook – rasphone
Remote Desktop – mstsc
Scanners and Cameras – sticpl.cpl
Scheduled Tasks – control schedtasks
Shuts Down Windows – shutdown
Microsoft Chat – winchat
Microsoft Excel (if installed) – excel
Microsoft Movie Maker – moviemk
Microsoft Paint – mspaint
Microsoft Powerpoint (if installed)- powerpnt
Mouse Properties – control mouse
Mouse Properties – main.cpl
Network Setup Wizard – netsetup.cpl
Notepad – notepad
On Screen Keyboard – osk
Opens AC3 Filter (If Installed) – ac3filter.cpl
Outlook Express – msimn
Paint – pbrush
Keyboard Properties – control keyboard
System Configuration Editor – sysedit
System Configuration Utility – msconfig
System Information – msinfo32.
Task Manager – taskmgr
System Properties – sysdm.cpl
Task Manager – taskmgr
Windows Explorer – explorer
Windows Firewall- firewall.cpl
Windows Magnifier- magnify
Windows Media Player – wmplayer
Windows Messenger – msmsgs
Windows XP Tour Wizard – tourstart
Wordpad – write
For More.......Tips
https://www.facebook.com/ctgitcenter |
কত সময় ব্যবহার করলেন আপনার পিসি,আসুন সেই সময় বের করি।সাথে আরও অনেক কিছু ।
**************আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনি আপনার কম্পিউটার কত সময় ব্যবহার করলেন তা খুব সহজে পেতে পারেন। অথবা আপনার কম্পিউটারের সব ধরনের তথ্য বের করতে পারবেন খুব সহজে। কোন সফটওয়্যার ছাড়াই এ কাজ করা যায় । আমরা সাধারনত My Computer এর প্রপারটিজ থেকে কম্পিউটারের কনফিগার শন দেখি । কিনতু এতে সব ধরনের তথ্য দেখা যায় না। আমার এই টিপছটি ব্যবহার করলে আপনি অতি সহজেই সব তথ্য পাবেন । আজকের শিরনামটা ছিল কত সময় ব্যবহার করলেন আপনার কম্পিউটার এর মানে হল । এক নগারে কতখন পিসি চলছে তাই বের করা । তাহলে চলুন দেখে নেই ।
প্রথমে Start menu তে যান, এরপর Run চাপুন। । এবার CMD লিখে Enter কী চাপুন । এবার আপনার সামনে যে উইন্ডো আসবে তাতে systeminfo লিখুন এবং Enter কী চাপুন।(নিচের ছবিতে লক্ষ্য করুন) কিছু সময় অপেক্ষা করুন । এবার আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটার এর বিস্তারিত সব তথ্য । এখানে উল্লেখ থাকবে মোট কত সময় চলেছে আপনার পিসি, কোন দেশের তৈরী, স্পীড কত ইত্যাদি।কত সময় পিসি ব্যবহার করলেন সময় জানতে System Boot Time: এ লক্ষ্য করুন। মনে রাখবেন কম্পিউটারে ব্যবহ্রত সময়ের হিসাবে একদিন = ১৯ ঘন্টা, ২৪ঘন্টা নয়। প্রতি বার অন করার পর থেকে সময় গুনা শুরু হবে ।
ধরে ফেলুন আপনার অজান্তে ফেসবুক অ্যাকাউন্টে লগইন কারীকে
ফেসবুক অ্যাকাউন্টে login করে ডান পাশে কর্ণারে Home বাটন এর পাশে click করুন, সেখান থেকে Account Settings এ click করুন, এরপর যে windowটি আসবে সেখানে বাম পাশ থেকে Security অপশন এ click করুন,
এরপর Security Settings থেকে Secure Browsing এবং Login Notification এ দুটি অপশন Enable করে নিন, তাহলে যখন ই আপনি কিংবা অন্য কেউ আপনার অ্যাকাউন্টে login করবে সাথে সাথে আপনার মোবাইলে এবং ইমেইলে মেসেজ চলে আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা কি আপনি না অন্য কেউ।
Page 1 2 3 4 5 6 7 8