ভাইরাসের কারনে হিডেন হওয়া ফাইল উদ্ধার করুন !!
পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসের কারনে হিডেন হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখে। এতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই আছে শুধু ভাইরাসের কারনে এগুলো দেখা যাচ্ছে না। এছাড়াও এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে।
এরকম সমস্যা হলে প্রথমে run এ গিয়ে cmd লিখে enter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন I: , J:, K: ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d
আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।
এই কমান্ড গুলোর অর্থ হচ্ছে …..
এখানে attrib মানে attribute এর সংক্ষিপ্ত রুপ।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory
ফেইসবুকের জন্য একটা জট্টিল টিপস ।
অবশ্যই আপনার কাজে লাগবে ।
* কি করে বুঝবেন আপনার
facebook ID
অন্যকেউ Login করেছে কি না? * এ জন্য আপনাকে প্রথমে আপনার
ফেসবুক একাউন্ট লগ_ইন করতে হবে ।
এবার Account settings এ যান, এখন
security
তে Click করুন, Browser
security Connection when even posible এবং send me Email এবং
send me a text messege চেক বক্স
গুলো তে ঠিক দিন ।
এবার Save করুন কাজ শেষ এবার
আপনার FB লগ_ইন করার সাথে সাথে আপনার Mobile এ
একটি SMS আসবে R এতে আপনার Id Login এর সময় স্থান
ইত্যাদি জানতে পারবেন,
যদি অন্য
কেউ হয় তবে আপনি সাথে সাথে Password Change
করে নিতে পারবেন ।
পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসের কারনে হিডেন হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখে। এতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই আছে শুধু ভাইরাসের কারনে এগুলো দেখা যাচ্ছে না। এছাড়াও এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে।
এরকম সমস্যা হলে প্রথমে run এ গিয়ে cmd লিখে enter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন I: , J:, K: ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d
আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।
এই কমান্ড গুলোর অর্থ হচ্ছে …..
এখানে attrib মানে attribute এর সংক্ষিপ্ত রুপ।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory
ফেইসবুকের জন্য একটা জট্টিল টিপস ।
অবশ্যই আপনার কাজে লাগবে ।
* কি করে বুঝবেন আপনার
facebook ID
অন্যকেউ Login করেছে কি না? * এ জন্য আপনাকে প্রথমে আপনার
ফেসবুক একাউন্ট লগ_ইন করতে হবে ।
এবার Account settings এ যান, এখন
security
তে Click করুন, Browser
security Connection when even posible এবং send me Email এবং
send me a text messege চেক বক্স
গুলো তে ঠিক দিন ।
এবার Save করুন কাজ শেষ এবার
আপনার FB লগ_ইন করার সাথে সাথে আপনার Mobile এ
একটি SMS আসবে R এতে আপনার Id Login এর সময় স্থান
ইত্যাদি জানতে পারবেন,
যদি অন্য
কেউ হয় তবে আপনি সাথে সাথে Password Change
করে নিতে পারবেন ।
আপনি কি মজিলা ফায়ারফক্সের ৪৫+ কি বোর্ড শর্টকাট জানেন ? না জানলে আসুন, জানলে ধন্যবাদ।
______________________________________________________________
আবারো হাজির হলাম আপনাদের জন্য একটি তালিকা নিয়ে। কিসের তালিকা? শিরোনাম দেখে তো বুঝেই নিয়েছেন। হ্যাঁ, আপনাদের জন্য শেয়ার করব মজিলা ফায়ারফক্সের কিবোর্ড শর্টকাট Key তালিকা। এগুলো ব্যবহার করে আপনি মজিলা ফায়ারফক্সে সহজেই দ্রুত বিভিন্ন কমান্ড দিতে পারবেন.
Command Shortcut Key
Back Alt + Left Arrow or Backspace
Forward Alt + Right Arrow
Home Alt + Home
Open File Ctrl + O
Reload F5 or
Ctrl + R
Reload (Override cache) Ctrl + F5 or
Ctrl + Shift + R
Stop Esc
Go to Top of Page Home
Print Ctrl + P
Save Page As Ctrl + S
Zoom In Ctrl + +
Zoom Out Ctrl + -
Reset Zoom Ctrl + 0
Copy Ctrl + C
Cut Ctrl + X
Delete Del
Paste Ctrl + V
Find Ctrl + F
Select All Ctrl + A
Undo Ctrl + Z
Redo Ctrl + Y
Close Tab Ctrl + W
Ctrl + F4
Close Window Ctrl + Shift + W
Alt + F4
New Tab Ctrl + T
New Window Ctrl + N
Next Tab Ctrl + Tab or
Ctrl + Page Down
Open Address in New Tab Alt + Enter
To see Recent visited page(History) Ctrl+Shift+W
Clear Recent History CTRL+SHIFT+DEL
Bookmark This Page Ctrl + D
Add-ons Ctrl + Shift + A
View Page Source Ctrl + U
Complete .com Address Ctrl + Enter
Complete .net Address Shift + Enter
Complete .org Address Ctrl + Shift + Enter
Play / Pause Space bar
Decrease volume Down Arrow
Increase volume Up Arrow
Mute audio Ctrl + Down Arrow
Unmute audio Ctrl + Up Arrow
Seek back 15 seconds Left Arrow
Seek back 10 % Ctrl + Left Arrow
Seek forward 15 seconds Right Arrow
Seek forward 10 % Ctrl + Right Arrow
Seek to the beginning Home
Seek to the end End
ভালো লাগলে শেয়ার করবেন। আমার সাথেই থাকবেন।
Page 1 2 3 4 5 6 7 8
______________________________________________________________
আবারো হাজির হলাম আপনাদের জন্য একটি তালিকা নিয়ে। কিসের তালিকা? শিরোনাম দেখে তো বুঝেই নিয়েছেন। হ্যাঁ, আপনাদের জন্য শেয়ার করব মজিলা ফায়ারফক্সের কিবোর্ড শর্টকাট Key তালিকা। এগুলো ব্যবহার করে আপনি মজিলা ফায়ারফক্সে সহজেই দ্রুত বিভিন্ন কমান্ড দিতে পারবেন.
Command Shortcut Key
Back Alt + Left Arrow or Backspace
Forward Alt + Right Arrow
Home Alt + Home
Open File Ctrl + O
Reload F5 or
Ctrl + R
Reload (Override cache) Ctrl + F5 or
Ctrl + Shift + R
Stop Esc
Go to Top of Page Home
Print Ctrl + P
Save Page As Ctrl + S
Zoom In Ctrl + +
Zoom Out Ctrl + -
Reset Zoom Ctrl + 0
Copy Ctrl + C
Cut Ctrl + X
Delete Del
Paste Ctrl + V
Find Ctrl + F
Select All Ctrl + A
Undo Ctrl + Z
Redo Ctrl + Y
Close Tab Ctrl + W
Ctrl + F4
Close Window Ctrl + Shift + W
Alt + F4
New Tab Ctrl + T
New Window Ctrl + N
Next Tab Ctrl + Tab or
Ctrl + Page Down
Open Address in New Tab Alt + Enter
To see Recent visited page(History) Ctrl+Shift+W
Clear Recent History CTRL+SHIFT+DEL
Bookmark This Page Ctrl + D
Add-ons Ctrl + Shift + A
View Page Source Ctrl + U
Complete .com Address Ctrl + Enter
Complete .net Address Shift + Enter
Complete .org Address Ctrl + Shift + Enter
Play / Pause Space bar
Decrease volume Down Arrow
Increase volume Up Arrow
Mute audio Ctrl + Down Arrow
Unmute audio Ctrl + Up Arrow
Seek back 15 seconds Left Arrow
Seek back 10 % Ctrl + Left Arrow
Seek forward 15 seconds Right Arrow
Seek forward 10 % Ctrl + Right Arrow
Seek to the beginning Home
Seek to the end End
ভালো লাগলে শেয়ার করবেন। আমার সাথেই থাকবেন।
Page 1 2 3 4 5 6 7 8