পেনড্রাইভের সকল ফাইল শর্টকাট হয়ে যাচ্ছে? আসুন সমাধান করি!...............
শর্টকাট হয়ে যাওয়ার মেইন কারন হলো মেলওয়ার (malware) আক্রমণ।
এই মেলওয়ারটির নাম হলো শর্টকাট ভাইরাস। এটি আপনার পেনড্রাইভে আনা সাদের ফাইল গুলো কে নিমিষেই শর্টকাটে পরিনত করে দেয়!
এটা এমন একটি ভাইরাস যেটিকে আপনার ব্যাবহৃত এন্টিভাইরাস কিছুই করতে পারে না! (সব ক্ষেত্রে নয়) আপনার সম্পুর্ন কম্পিউটার পার্টিশন ভাঙ্গার বা পেনড্রাইভ ফরমেট দেওয়ার পরেও এটি বহাল তবীয়তে থেকে যায়!
চলুন তাহলে দেখা যাক এই সমস্যার সমাধান কিভাবে করব?
এটিকে দুই ভাবে মুছে ফেলা যায়।
১. ডস (DOS) কমান্ডের সাহায্যে।
২. এন্টি মেলওয়ার সফটওয়্যারের সাহায্যে.................................................
প্রথমে দেখে নিই ডস কমান্ডের সাহায্যে কিভাবে করব?:-
সর্বপ্রথম আপনার পেন্ড্রাইব কে কানেক্ট করুন। ড্রাইভ লেটারটি দেখে নিন।

তারপর Start – Run এ যান। বা Win + R এক সঙ্গে চাপুন।
টাইপ করুনঃ CMD এবং এন্টার চাপুন।
নিচের কমান্ড গুলো লিখুনঃ
attrib -h -r -s /s /d j:\*.*
এখানে J এর জায়গায় আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখুন।
তারপর এন্টার চাপুন।
ব্যাস কাজ শেষ। এখন আপনার পেন্ড্রাইভ পরিক্ষা করে দেখুন, সমস্যা সমাধান হয়ে গেছে।
..................................................................................
এন্টি মেলওয়ার সফটওয়্যারের সাহায্যে:-
সর্বপ্রথম নিচের লিঙ্ক থেকে Malwarebytes’ Anti-Malware সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

লিঙ্কঃ http://www.malwarebytes.org/mwb-download/
ডাউনলোড করে যথানিয়মে ইন্সটল দিন।তারপর অপেন করুন।
এখানে Scan বাটনে ক্লিক করুন। কিছুক্ষন অপেক্ষা করুন।
স্ক্যান হয়ে যাওয়ার পর যে স্ক্রীনটা আসবে সেটিতে দেখুন Show Results লেখা আছে। Show Results বাটনে ক্লিক করুন.এখানে Remove Selected বাটনে ক্লিক করুন।
তারপর কম্পিউটার রিস্টার্ট দিন।
ব্যাস কাজ শেষ। এখন আপনার পেনড্রাইভ ওপেন করে দেখুন।

Popular Posts