ধরে ফেলুন আপনার অজান্তে ফেসবুক অ্যাকাউন্টে লগইন কারীকে

ফেসবুক অ্যাকাউন্টে login করে ডান পাশে কর্ণারে Home বাটন এর পাশে click করুন, সেখান থেকে Account Settings এ click করুন, এরপর যে windowটি আসবে সেখানে বাম পাশ থেকে Security অপশন এ click করুন,
এরপর Security Settings থেকে Secure Browsing এবং Login Notification এ দুটি অপশন Enable করে নিন, তাহলে যখন ই আপনি কিংবা অন্য কেউ আপনার অ্যাকাউন্টে login করবে সাথে সাথে আপনার মোবাইলে এবং ইমেইলে মেসেজ চলে আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা কি আপনি না অন্য কেউ।

See more... 

                              New Computer
 -------------------------------------------------------------------------------
ভাইরাসের কারনে হিডেন হওয়া ফাইল উদ্ধার করুন !!
পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসের কারনে হিডেন হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখে। এতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই আছে শুধু ভাইরাসের কারনে এগুলো দেখা যাচ্ছে না। এছাড়াও এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে।
এরকম সমস্যা হলে প্রথমে run এ গিয়ে cmd লিখে enter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন I: , J:, K: ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d
আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।
এই কমান্ড গুলোর অর্থ হচ্ছে …..
এখানে attrib মানে attribute এর সংক্ষিপ্ত রুপ।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory


 See More  Tips ....


---------------------------------------------------------------------------------
পেনড্রাইভের সকল ফাইল শর্টকাট হয়ে যাচ্ছে? আসুন সমাধান করি!...

শর্টকাট হয়ে যাওয়ার মেইন কারন হলো মেলওয়ার (malware) আক্রমণ।

এই মেলওয়ারটির নাম হলো শর্টকাট ভাইরাস। এটি আপনার পেনড্রাইভে আনা সাদের ফাইল গুলো কে নিমিষেই শর্টকাটে পরিনত করে দেয়!

এটা এমন একটি ভাইরাস যেটিকে আপনার ব্যাবহৃত এন্টিভাইরাস কিছুই করতে পারে না! (সব ক্ষেত্রে নয়) আপনার সম্পুর্ন কম্পিউটার পার্টিশন ভাঙ্গার বা পেনড্রাইভ ফরমেট দেওয়ার পরেও এটি বহাল তবীয়তে থেকে যায়!


See More... 

---------------------------------------------------------------------------------------------------------------------

How to block websites without using any software

Go to C:/windows>System32>drivers>etc>hosts
এই file টি notepad এ open করুন, তারপর নিচে লিখুন
127.0.0.1 www.website এর address. তারপর Save করুন.

বাদ দেয়ার জন্য ঐ গুলো detete করে save করুন।

 See More....


                       New Computer

আউটসোর্সিং কাজ পাওয়ার টিপস

ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিংয়ের কাজ অনেকেই করছেন, আবার অনেকে নতুন করে শুরু করতে যাচ্ছেন। অনলাইনে সহজে আউটসোর্সিংয়ের কাজ পেতে কিছু কৌশল অবলম্বন করলেই চলে। নিচে সে রকম কিছু কৌশল দেওয়া হলো।
 অনেকেই যাঁরা চার-পাঁচটা কাজের (জব) জন্য আবেদন করেই জব (কাজ) পেয়ে যান। আবার কেউ কেউ ১০০টা আবেদন করেও জব পান না। এটা নির্ভর করে আপনি কত কম মূল্যে (রেটে) আবেদন করেছেন তার ওপর।
 যেসব বায়ারের পেমেন্ট মেথড ভেরিফায়েড না সেসব বায়ারের জবে আবেদন করবেন না। কারণ, কোনো কনট্রাক্টরকে (ফ্রিল্যান্সার) ভাড়া বা হায়ার করতে হলে তার পেমেন্ট মেথড ভেরিফায়েড থাকতে হয়।
 কোনো একটা জব পোস্ট করার পর যত তাড়াতাড়ি সেটিতে আবেদন করবেন ততই ভালো।
 আপনি যত বেশি সময় অনলাইনে (ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে) থাকবেন ততই আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ কিছু কিছু কাজ আছে, যেগুলো পোস্ট করার এক-দুই ঘণ্টার মধ্যেই সম্পন্ন করে জমা দিতে হয়। যেমন ফেসবুকে বা অন্য কোনো সাইটে ভোট দেওয়া এবং কিছু ভোট সংগ্রহ করে দেওয়া; আবার হঠাৎ করে কোনো ওয়েবসাইটে সমস্যা হয়েছে তা ঠিক করে দেওয়া ইত্যাদি। কাজেই শুরুতে বেশি সময় অনলাইনে থাকার চেষ্টা করুন। যাতে বায়ার আপনাকে কোনো বার্তা পাঠালে সঙ্গে সঙ্গে তার প্রত্যুত্তর দিতে পারেন।
 মার্কেটপ্লেসগুলোতে দেখবেন প্রতি মিনিটে নতুন নতুন জব পোস্ট করা হচ্ছে, সেগুলোতে আবেদন করুন। যেসব জবে কোনো কনট্রাক্টরের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সেসবে আবেদন না করাই ভালো। কারণ বায়ার যদি এদের মধ্য পছন্দের কনট্রাক্টর পেয়ে যায় তাহলে আর অন্য কনট্রাক্টরের প্রোফাইল চেক করে দেখবে না।
 যেসব জবে শর্ত দেওয়া আছে এবং সেগুলো যদি আপনি পূরণ করতে না পারেন তাহলে আবেদন না করাই ভালো।
 যাঁরা ওডেস্কে দুই-তিনটা কাজ করেছেন, এখন বেশি মূল্য হারে আবেদন করতে চান, তাঁরা যে জবটিতে আবেদন করবেন সে জবের নিচে দেখুন বায়ারের আগের জবগুলোর তালিকা দেওয়া আছে। সেখানে যদি দেখেন বায়ার তাঁর আগের জবগুলোতে বেশি ডলার দিয়ে অন্য কনট্রাক্টরকে কাজ করিয়েছেন, তাহলে আবেদন করতে পারেন। আর যেসব বায়ার আগের জবগুলোতে বেশি ডলারে কাজ করায়নি, তাদের জবে বেশি রেটে আবেদন না করাই ভালো।

See More.....

_________________________________________________________
 গান:- রোদেলা দুপুর
কথা :- মিথিলা
সুর ও সঙ্গীত :- তাহসান
কন্ঠ :- তাহসান ও মিথিলা

রোদেলা দুপুরে ক্লান্ত শরীরে
হেটে আসা বহুদূর
দুঃখকে ভুলে হাতে হাত তুলে
গেয়ে যাওয়া প্রিয় সুর ।
দূরে আরও দূরে হারিয়ে চলো
মেঘেদের ছায়া তলে
সুখে আরও সুখে তাকিয়ে দেখো
স্বপ্নেরা ডানা মেলে ।
চুপচাপ ঝুপ করে এমন রাতের শেষে
চুপচাপ ঘুমপরীদের দেশে
হঠাত্‍ সুখগুলো এলো স্বপ্ন দেশে ।

See More........

Popular Posts