গান:- রোদেলা দুপুর
কথা :- মিথিলা
সুর ও সঙ্গীত :- তাহসান
কন্ঠ :- তাহসান ও মিথিলা

রোদেলা দুপুরে ক্লান্ত শরীরে
হেটে আসা বহুদূর
দুঃখকে ভুলে হাতে হাত তুলে
গেয়ে যাওয়া প্রিয় সুর ।
দূরে আরও দূরে হারিয়ে চলো
মেঘেদের ছায়া তলে
সুখে আরও সুখে তাকিয়ে দেখো
স্বপ্নেরা ডানা মেলে ।
চুপচাপ ঝুপ করে এমন রাতের শেষে
চুপচাপ ঘুমপরীদের দেশে
হঠাত্‍ সুখগুলো এলো স্বপ্ন দেশে ।


কেন এই নিঃসঙ্গতা
কথাঃ কবির বকুল
কন্ঠঃ পার্থ বড়ুয়া
সুরঃ পার্থ বড়ুয়া
ব্যান্ডঃ সোলস্

অ্যালবামঃ আজ দিন কাটুক গানে

——————————–

কেন এই নিঃসঙ্গতা
কেন এই মৌনতা
আমাকে ঘিরে
কেউ না জানুক কার কারনে
কেউ না জানুক কার স্বরণে
মন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে

স্বপ্ন গুলো অন্য কারো
ভুলগুলো আমারি
কান্নাগুলো থাক দু চোখে
কষ্ট আমারি
ভেবে নেব প্রেম আলেয়ার আধারি
কেউ না জানুক কোন বিরহে
দিন চলে যায় আজ কিভাবে
মন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে

ইচ্ছে গুলো থাক হৃদয়ে ব্যর্থতা আমারি
সুখ না হোক অন্যকারো দুঃখরা আমারি
ভুলে যাব মন কেন আজ ফেরারী
কেউ না জানুক কোন হতাশায়
দিন চলে যায় নিরবে হায়
মন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে

কেন এই নিঃসঙ্গতা
কেন এই মৌনতা
আমাকে ঘিরে
কেউ না জানুক কার কারনে
কেউ না জানুক কার স্বরণে
মন পিছু টানে

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে



 আমার অন্তর
কথাঃ হীমেল/নোপেল
কন্ঠঃ নোপেল/তমাল
সুরঃ হীমেল/নোপেল
ব্যান্ডঃ আঁধার
অ্যালবামঃ আঁধারে অপসরী

——————————–


আমার এ অন্তর চায়, শুধু যে তোমায়
দেখাবো কেমনে, বলনা তোমায়?
আমি শুধু ভালবাসি, তোমার ঐ
মুখের হাসির চাঁদ।

প্রথম যখন, দেখেছি আমি তোমায়
প্রতি রাতে ভাবি, শুধু যে তোমায়।
স্বপ্ন দেখি, আমি তোমাকে নিয়ে
তুমি হবে শুধু আমারই।

আমি শুধু ভালবাসি, তোমার ঐ
মুখের হাসির চাঁদ।

আমার এ অন্তর চায়, শুধু যে তোমায়
দেখাবো কেমনে, বলনা তোমায়?
আমি শুধু ভালবাসি, তোমার ঐ
মুখের হাসির চাঁদ।



  অ্যালবাম :- ভালোবাসি তোমায়
শিল্পী :- আরফিন রুমি ও পড়শী

তোমার চোখে আকাশ আমার
চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা ।
পথের শুরু থেকে শেষে
যাবো তোমায় ভালোবেসে
বুকে আছে তোমার জন্য
অনেক কথা জমা ।
ভালোবামি তোমায় কত
দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাজর
মনের রঙিন ফুলে ।
তোমায় দেখার শেষ হবে না
দুচোখ বুজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো
গভীর অনুরাগে ।



অ্যালবাম:-নীলাঞ্জনা
কথা :- জাহিদ আকবর
কন্ঠ- আরফিন রুমি ও পড়শী

পলকে পলকে কি যে হলো
দুটি হৃদয় ভেসে গেলো
পাজর ছুয়ে অবুঝ নদী
ঢেউয়ে ঢেউয়ে মাতিয়ে দিল
মনের ভেতর মন নামিয়ে স্বপ্নবুনি চলো ।।
একটা পলক তুমি হলে আড়াল
মনে হয় দেখি নাই অনন্তকাল
মনের ভেতর করে কেমন কেমন
রাত শেষে আসে না যেন সকাল
চলো দু’জন হৃদয় খুলে হয়ে যাই এলোমেলো ।।
মনটা ছুয়ে তুমি সুনীল আকাশ
সেখানে শুধু তোমার বসবাস
বুকের ভেতর তোমার আসন
জুড়ে আছো সবটা নিঃশ্বাস
তোমায় ছাড়া একজীবনে যায় কি বাচা বলো ।



 গান:- প্রথমা
কথা :- নুরুল মোমেন
সুর :- টিপু
সঙ্গীত :- পার্থ মজুমদার
কন্ঠ :- এস.আই.টুটুল

সবাই পড়েছে ঘুমিয়ে এ শহরে
তুমি কেন বিনিদ্র ওগো মেয়ে
চাদটা আকাশে যাচ্ছে নিরবে
তুমি জেগে আছো কোন কষ্ট নিয়ে ।
প্রথমা স্মৃতিগুলো মনে রেখো না
প্রথমা মেনে নাও নতুন ঠিকানা
প্রথমা এবার সাজাও নতুন বাসর
প্রথমা ভেঙে দাও সব কষ্টের আসর ।
তুমি নিরবে অশ্রু ঝরালে
অস্থিরতা আমায় আকড়ে ধরে
কথা দাও নিভৃতে আর কাদবে না
কথা দাও অতীতের কথা টানবে না ।
এখন ও কি রাতে স্বপ্ন কথাতে
মেতে উঠো তুমি ভালোবাসাতে
তুমি ঐ দুটি চোখে এনো না
মধ্যরাতের মতো নিরব থেকো না ।





অ্যালবাম:- হিট এলবাম থ্রি
কথা :-মারজুক রাসেল
সুর:-আরফিন রুমি
কন্ঠ:-আরফিন রুমিও ন্যান্সি

দোলনা একা একা দুলতে পারে না
তাকে দোলাতে হয় ।
তুমি দোলা দাও আর আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায় ।
চাদের নিজের আলো নেই
জানো সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায় ।
তুমি দোলা দাও আর আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায় ।
দোল খেতে খেতে চোখে এসে দেবে ঘুম
ঘুমের ভেতর কি যে হবে ভাবি
যাই হয় হোক তুমি দিও তাতে সায় ।
তুমি দোলা দাও আর আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায় ।


 গান :-সাধু
কথা :- শাহান কবন্ধ
সুর ও সঙ্গীত :- ফুয়াদ
কন্ঠ :- মিলা

বজ্র থামায় সাধু
আর ঘোমটা টানে মন
মন তরঙ্গের জোয়ার
তাতে ভেজে আরেকজন ।
অথৈই জলে সাঁতার জুড়িলাম
পুরান মাঝি জানিনা তার নাম ।
ও দরিয়ার সাম্পানওলা
এ নজরে আঁচড় ফালা ।
এলোমেলো পথে
জমাট সখের মেলা
ভুলের সাগর কুলে
সুখের বিদায়বেলা।
জাতের হিসাব ভুলে
বাড়ায়ে দিলাম হাত
দুপুর রোদে
নামতে দেখি রাত।
যতোশত কানন
তাতেও বিষাদ জল
তোমার হাতে পুষ্প
কষ্ট টলমল ।
এতো সুখের ঘরে
নজর পড়লো কার
গাঙ্গের মাঝে
হাতড়ে বেড়াই পাড় ।


মুভি :- কুসুমপুরের গল্প
গান :- সখি
কন্ঠ:- হাবিব ওয়াহিদ


সখি রইয়া রইয়া ,সইয়া সইয়া
থাকিতে আর পারি না
তুমি কেন দেখা দিলা
মন তো আমার মানে না।।
সখি রইয়া রইয়া ,সইয়া সইয়া
থাকিতে আর পারি না ।
ও হাসলে তুমি চান্দের গায়ে
পরে গো জোছনা
একনজরে চাইয়া তোমার
স্বাদ যে মিটে না ।।
শরমে মুখে ঢাইকা আচল
চোখে আড়াল হইয়ো না ।।
সখি রইয়া রইয়া ,সইয়া সইয়া
থাকিতে আর পারি না
তুমি কেন দেখা দিলা
মন তো আমার মানে না ।।
তোমার লাগি মন উতলা
দিন তো কাটে না
সারাবেলা উজান প্রেমে
ভাটা যে পড়ে না ।।
নিরলে তুমি আইসো কাছে
আমার প্রেমের ময়না ।
সখি রইয়া রইয়া ,সইয়া সইয়া
থাকিতে আর পারি না
তুমি কেন দেখা দিলা
মন তো আমার মানে না ।।



অ্যালবাম:-নীলাঞ্জনা
কথা :- জাহিদ আকবর
কন্ঠ- আরফিন রুমি ও পড়শী

পলকে পলকে কি যে হলো
দুটি হৃদয় ভেসে গেলো
পাজর ছুয়ে অবুঝ নদী
ঢেউয়ে ঢেউয়ে মাতিয়ে দিল
মনের ভেতর মন নামিয়ে স্বপ্নবুনি চলো ।।
একটা পলক তুমি হলে আড়াল
মনে হয় দেখি নাই অনন্তকাল
মনের ভেতর করে কেমন কেমন
রাত শেষে আসে না যেন সকাল
চলো দু’জন হৃদয় খুলে হয়ে যাই এলোমেলো ।।
মনটা ছুয়ে তুমি সুনীল আকাশ
সেখানে শুধু তোমার বসবাস
বুকের ভেতর তোমার আসন
জুড়ে আছো সবটা নিঃশ্বাস
তোমায় ছাড়া একজীবনে যায় কি বাচা বলো ।


কথা ও সুর : হাছন রাজা
নিশা লাগিলো রে
বাকা দুই নয়নে
নিশা লাগিলো রে

হাছন রাজা
পিয়ারির প্রেমে মজিলো রে ।।

ছটফট করে হাছন দেখিয়া চান্দ মুখ
হাছন জানের মুখ দেখি জনমের গেলো দুখ ।

হাছন জানের রূপটা দেখি ফাল ফাল দি উঠে
চিরাবারা হাছন রাজার বুকের মাঝে ফুটে ।


 

Rup Sagore …( রূপ সাগরে )


কথা ও সুর : হাছন রাজা
রূপ সাগরে ঝলক মারিয়া
কি রূপ তুই দেখালি মোরে
একবার এসে প্রাণরে বন্ধু
দেখা দাও মোরে
প্রাণ বন্ধুরে
একবার এসে প্রাণরে বন্ধু
দেখা দাও মোরে
রূপ সাগরে ঝলক মারিয়া
পাগল করলি আমারে ।

এ কি বন্ধু তোমার এ নীতি
দেশ বিদেশে মন দিয়া
বন্ধু কররে পিরিতি
সেই পিরিতি যারে ধরে
অন্তর পুইড়া ছাই করে ।

একি তোমার প্রেমেরই ধারা
আশায় আশায় মন দিয়া
বন্ধু না দিলা সাড়া
চিত্তের আগুন জ্বলিয়া উঠে
কি দিয়া নিভাই তারে ।



আগুন লাগাইয়া দিলো




আগুন লাগাইয়া দিলো কনে

হাছন রাজার মনে ।

নিভে নার উনো আগুন

জ্বলে দিলো জানে ।



ধপ ধপ করি উঠলো আগুন

ধইলো আমার প্রাণে

সুরমা নদীর জল দিলে

নিভে না সে কেনে ।



লাগাইলো লাগাইলো আগুন

আমার মনমোহনে ,

বাচিনা গো বাচি না গো

প্রাণ বন্ধু বিহনে ।



জ্বলিয়া জ্বলিয়া যায়রে আগুন

কিসে নাই মানে ,

বুঝিয়া দ্যাখরে হাছন রাজা

ধইলো না তোর ধনে ।

স্মৃতিচারণ 

এলবাম :- দ্যা হিট এলবাম
গান:- স্মৃতিচারণ
কথা :- শাহান কবন্ধ
সুর ও সঙ্গীত :- ফুয়াদ
কন্ঠ :- আলিফ

অগোচরে হয়তো আমাকেও
সে অতীত প্রসারিত করবে
জেগে থাকা সবগুলো সন্ধ্যাবেলা
কাটিয়ে বৃষ্টির গায়ে ভেজাবে ।

জ্বেলেছিলো শুধু এ ভালোবাসা
নিরবে সহসা এক হৃদয়
তবু দেখি আলোড়ন অতিশয়
নিরুপন ছুটি যায় ভীরু পায় ।

পথ শেষে বহু পথ থেমে আছে একাকী
কাছে দূরে বহুজন হেটে চলে অজানায়
দেখছে তা ক জন
আজ ভাবি তা বৃথা কেটেছে বর্ষা
যতো বেশী নিরবে
ভালোবাসা মিশে অনুভূতি বাড়লো পরিমিত সময়ে ।



আমার বুকের মধ্যেখানে



শিল্পী -: এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী

কথা ও সুর :- আহমেদ ইমতিয়াজ বুলবুল


আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে
সেখানে তোমাকে আমি
রেখেছি কত না যতনে।।


তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর
ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর
তোমার কত ভালোবাসি
বোঝাব বোঝাব কেমনে।।


সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়
তেমনি করে আমার এ মন
তোমায় পেতে চায়
তুমি আমার জীবন তরী
তুমি আমার আলো নয়নে।।

সোনা বউ 



অ্যালবাম:- সাদামাটা
সুর ও সংগীত :- আরেফিন রুমি
শিল্পী- কাজী শুভ

সোনা বউ শুনছনি গো, সোনা বউ শুনছনি,
নিতে আইলে নাইওর যাইবানি?

ও বউ গো বউ, সাড়ে তিন হাত মাটির ঘরে,
বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী,
নাই বিছানা, নাই মশারী, সঙ্গে নাই তোর সোয়ামী, নিতে আইলে নাইওর যাইবা নি…

ও বউ গো বউ, ছেড়ে গেলে আত্মা জামাই,
মাটির দেহের কিসের বড়াই, ফাঁকা দেহের বিচার করবে কে?
আত্মার সাথে তোর পিরিতি দেওয়ানে কয় ও সজনী, নিতে আইলে নাইওর যাইবা নি…

সোনা বউ শুনছনি গো, সোনা বউ শুনছনি,
নিতে আইলে নাইওর যাইবানি?


তুমি আমার এমনি একজন



তুমি আমার এমনি একজন

যারে এক জনমে ভালোবেসে

ভরবে না এ মন



এক জনমের ভালোবাসা

এক জনমের কাছে আসা

একটু চোখের পলক পড়তে

লাগে যতক্ষণ



ভালোবাসার সাগর তুমি

বুকে অথৈ জল

তবু পিপাসাতে আঁখি

হয়রে ছলছল



আমার মিলনে বুঝি গো জীবন

বিরহে মরণ

প্রাণের প্রদীপ হয়ে তুমি

জ্বলছ নিশিদিন



কোন মোহরে শোধ হবে গো

এত বড় ঋণ

আমার ভালোবাসার ফুলে তোমার

ভরাবো চরণ



Sokhi (সখি )


মুভি :- কুসুমপুরের গল্প
গান :- সখি
কন্ঠ:- হাবিব ওয়াহিদ

সখি রইয়া রইয়া ,সইয়া সইয়া
থাকিতে আর পারি না
তুমি কেন দেখা দিলা
মন তো আমার মানে না।।

সখি রইয়া রইয়া ,সইয়া সইয়া
থাকিতে আর পারি না ।

ও হাসলে তুমি চান্দের গায়ে
পরে গো জোছনা
একনজরে চাইয়া তোমার
স্বাদ যে মিটে না ।।

শরমে মুখে ঢাইকা আচল
চোখে আড়াল হইয়ো না ।।

সখি রইয়া রইয়া ,সইয়া সইয়া
থাকিতে আর পারি না
তুমি কেন দেখা দিলা
মন তো আমার মানে না ।।

তোমার লাগি মন উতলা
দিন তো কাটে না
সারাবেলা উজান প্রেমে
ভাটা যে পড়ে না ।।

নিরলে তুমি আইসো কাছে
আমার প্রেমের ময়না ।

সখি রইয়া রইয়া ,সইয়া সইয়া
থাকিতে আর পারি না
তুমি কেন দেখা দিলা
মন তো আমার মানে না ।।

মন ভালো নেই



এলবাম :- দ্যা হিট এলবাম
গান:- মন ভালো নেই
কথা ও সুর :- তপু
সঙ্গীত :- ফুয়াদ
কন্ঠ :- তপু

মন ভালো নেই বলনা কিছুতেই
তবু বুঝে নেবে কে আছে
দেখো কেউ কাছে নেই
তবু তুমি এগুবেই
ভাঙ্গা পথ সাথী কে হবে ।

যদি কখনও আমায় মনে পড়ে যায়
খোল দুয়ার আকাশে আমি তারাময়
যদি কখন ও ছুয়ে দিতে ইচ্ছা হয়
সাগর হয়ে আজ জড়াবো তোমায় ।

কে বল কে দেখাবে পথ তোমাকে
যদি যাও হারিয়ে এ শহরে
হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে
যদি না থাকে তায় কে সরাবে

মনের একলা ঘরে


অ্যালবাম:- ভালোবাসি তোমায়
গান: মনের একলা ঘরে
কন্ঠ:- আরফিন রুমি

মন রাখো পাজরে সীমাহীন আদরে
চোখ আদরে গভীরে ভালোবাসা নজরে ।
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
মনের একলা ঘরে ।

চোখেরই জোছনা দিয়ে সরাও যত আধার
ভাসিয়ে দূরের মেঘে নিয়ে যাও ইচ্ছে তোমার ।
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
সারাজনম ধরে
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
মনের একলা ঘরে ।

বুকেরই ছাউনি দিয়ে রাখবো মনের ভেতর
যেও না দূরে চলে কাদিয়ে আমায় অঝর ।
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
সারাজনম ধরে
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
মনের একলা ঘরে ।



দ্বিতীয় ভালোবাসা
কন্ঠঃ শান
সুরঃ আরফিন রুমী
সংগীতঃ আরফিন রুমী
মুভিঃ ছায়া-ছবি

——————————

If I go for second love
tell me would you accept me
যদি হয় এ আমার দ্বিতীয় ভালোবাসা
যদি হয় এই আমার দ্বিতীয় প্রেমের ভাষা

তুমি কি করবে ক্ষমা?
ও আমার প্রিয়তমা
তুমি কি করবে ক্ষমা?
ও আমার প্রিয়তমা।

If I go for second love
tell me would you accept me

যদি হয় এই আমার দ্বিতীয় স্বপ্ন দেখা
যদি হয় দ্বিতীয় কাউকে এসএমএস লেখা
অনুশোচনার কারাগার থেকে
তুমি কি নিবে ডেকে হাসি মুখে?
নাকি সত্য বলার অপরাধে
মৃত্যুর ব্যাংকে দিবে জমা?

তুমি কি করবে ক্ষমা?
ও আমার প্রিয়তমা
তুমি কি করবে ক্ষমা?
ও আমার প্রিয়তমা।

যদি হয় বারবার ভালবাসা কোনো পাপ
যদি হয় এই আমার কাউকে পাঠানো দ্বিতীয় গোলাপ
তুমি সব কিছু কি মেনে নিবে?
না কি ভন্ড প্রতারক অপবাদ দিবে?
আমি কেমন করে বল নিশ্চিন্ত হই অনুপমা।

তুমি কি করবে ক্ষমা?
ও আমার প্রিয়তমা
তুমি কি করবে ক্ষমা?
ও আমার প্রিয়তমা।


স্পর্শের বাইরে তুমি
কথাঃ ওমর ফারুক
কন্ঠঃ তাহসান/ এলিটা
সঙ্গীতায়োজনঃ তাহসান
নাটকঃ স্পর্শের বাইরে তুমি
——————————

ফ্রেমে বন্দী কোন ক্যামেরায়
গ্রীষ্মের পড়ন্ত বিকেল তুমি
অথবা বর্ষার আকাশে মেঘের আলোতে
লুকিয়ে থাকা ঐ রোঁদ তুমি
তোমার ঐ মৃদকালো চোখের ভাষা
মাতাল করা হাসি আর ভেঁজা চুলে
গোলাপি ঐ ঠোঁটের বেলকনিতে
রংতুলিতে আঁকা আমার অবসর বিকেল
সব তুলনার ঊর্ধ্বে তুমি
আজও তোমার স্পর্শ লোভে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার অপেক্ষাতে
টুকরো কিছু ভাগ্যে স্বপ্নে অমর
মাঝখানে অদৃশ্য দেয়াল
খুঁজেফিরি তোমায় কোন মায়ায়
হারিয়ে যেন উপহাসে
হারিয়ে সেই সকাল
হারিয়ে সেই বিকেল
বৃষ্টি ভেঁজা দুপুর, অলস মেঘ রোদ্দুর
আসবে না জানি ফিরে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার অপেক্ষাতে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার স্পর্শ লোভে

কোন এক স্বপ্ন সুখের গল্পের রানী হয়ে
কোন এক আঁধার রাতের জোনাক তুমি হয়ে
তুমি যেন সব অপূর্ণতার পূর্ণ হয়ে
এতো কাছে থেকেও কেন স্পর্শের বাইরে

খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার অপেক্ষাতে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার স্পর্শ লোভে




ফেরারী সময়
কন্ঠঃ বাপ্পা মজুমদার
অ্যালবামঃ আকাশচুরি
ব্যান্ডঃ দলছুট

——————————

ফেরারী সময় ফেরে নাতো ঘরে
তোমারই মত সে থেকে যায় দূরে দূরে
থেকে যায় দূরে দূরে
ফেরারী সময় ফেরারী সময়(২)

ফেরারী তুমি আসো না ফিরে
ছাদেয়াল ঘুড়ি কার আকাশে ওড়ে(২)
তোমারই মত সে থেকে যায় দূরে দূরে
থেকে যায় দূরে দূরে
ফেরারী সময় ফেরারী সময়

চির চাওয়া চাঁদ থাকে চির দূরে
জোছনা ফেরারী আসে না দুয়ারে(২)
তোমারই মত সে থেকে যায় দূরে দূরে
থেকে যায় দূরে দূরে
ফেরারী সময় ফেরারী সময়

ফেরারী সময় ফেরে নাতো ঘরে
তোমারই মত সে থেকে যায় দূরে দূরে
ফেরারী সময় ফেরারী সময়



 অনেক আশা নিয়ে
কন্ঠঃ তুহীন
কথাঃ জিয়া
সুরঃ জিয়া
অ্যালবামঃ ইচ্ছে ঘুড়ি

——————————

অনেক সবুজের প্রান্তে তুমি থাকো একাকী
আমি ধূসর, ধূসর হয়ে জেগে থাকি।
অনেক মানুষের ভীড়েও তুমি থাকো একাকী
আমি অনেক আশা নিয়ে বসে থাকি।
হেরে যেতে যেতে যদি থমকে,
এক নিঃশ্বাসে সব পেরিয়ে
রোদ ঝলমলে এক দুপুরে,
যদি ঘুম সব ঘুম ভেঙে যায়
আমি অনেক আশা নিয়ে জেগে থাকি।

দরজার বাইরে রঙীন পৃথিবী,
ধূলো ধূলোমাখা দাঁড়িয়ে আছে
ঝড়ের আশায় তোমার শহরে,
শিরোনামহীন ফুটপাত ঘুমিয়ে গেছে।
একদিন এই ঝড়, তোমার এই শহরে,
ভেজায় যায় সব জানালা তবু আমি বসে আছি।
অনেক মানুষের ভীড়েও তুমি থাকো একাকী।
আমি অনেক আশা নিয়ে জেগে থাকি।


 কিছু কিছু
কথাঃ ইফতেখার আহমেদ ফাহমি
কন্ঠঃ তরুন
টেলিফিল্মঃ আমাদের গল্প

——————————

কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।
কিছু কিছু এসএমএস পরে আর হাসবে না এই মন।
কোন কোন ঠিকানায় লিখবোনা কোন চিঠি,
কোন কোন গলিতে করবে না মন হাটাহাঁটি।
কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।

খুঁজবো না আমি, খুঁজবেনা মন
খুঁজবেনা এই চারপাশ
কখনো রঙিন কখনো ধূসর কখনো নীল আকাশ
জেনেছি আমি জেনেছে মন জেনেছে এই চারপাশ
যাবেনা ফেরানো তবু ফেরানো মিলছে আশ্বাস
অনেক আড্ডায় অনেক হাঁসিতে হয়না খোঁজা সেই মন
হারানোর বেদনায় পিছে ফেলে সমসাময়িক সুখ
অনেক একায় অনেক ভিড়ে তোকেই খুজে ফিরি
একটু দাঁড়া আসছি আমি না হয় হচ্ছে একটু দেরি

কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।
কিছু কিছু এসএমএস পরে আর হাসবে না এই মন।
কোন কোন ঠিকানায় লিখবোনা কোন চিঠি,
কোন কোন গলিতে করবে না মন হাটাহাঁটি।
কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।



 আমার আকাশ পুরোটাই
কন্ঠঃ লুৎফর হাসান
কথাঃ সোমেশ্বর অলি
সুরঃ লুৎফর হাসান
অ্যালবামঃ আমার আকাশ পুরোটাই (ঘুড়ি-২)

————————–

পাশে ছিলাম তাই,
বাতাসে খুঁজে বেড়াই,
দিন বদল হলো,
কে তবে জয়ী বলো,
প্রশ্ন রেখেছিলাম, উত্তরও দিয়ে গেলাম,
আগে পরে আর কিছু নাই

তুমি আমার ঘুড়ি,
আমার হাতের নাটাই,
যেখানেই উড়ে বেড়াও,
আমার আকাশ পুরোটাই (২)

তোমার দোটানা ছেড়ে
গড়েছি শুন্যে বাড়ি,
কি ভেবে যাই হেরে
তোমার পূর্নতা সেতো আমারই
আমি অতীত ভুলিনি
কাঁদা জল মুছিনি,
ক্ষত দাগে চুমু রেখে যাই

তুমি আমার ঘুড়ি,
আমার হাতের নাটাই,
যেখানেই উড়ে বেড়াও,
আমার আকাশ পুরোটাই (২)

তোমার মন নিয়ে বাজি
ধরেছি মিথ্যে জোরে,
নিয়ে এসো বৃষ্টি আজই
আমার প্রার্থনা সত্যি করে
স্বর্গ খুঁজে দেখিনি
লাল লাল চোখ বুজিনি,
প্রিয় নামে জেল খেটে যাই

তুমি আমার ঘুড়ি,
আমার হাতের নাটাই,
যেখানেই উড়ে বেড়াও,
আমার আকাশ পুরোটাই (২)




 চলো না হই উদাসি
কন্ঠঃ ওয়াকিল
অ্যালবামঃ Shomi ft. Project 365

————————–

আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি(২)
চলো না হই উদাসি

বন্ধুর ও বাড়ির জালালী কবুতর
আমার ও বাড়ি আসে রে(২)
কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম
কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম
খায় আর, খায় আর, খায় আর বাক বাকুম করে লো কিশোরী।
চলো না হই উদাসি
আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি
চলো না হই উদাসি

আঙ্গুল ও কাটিয়া কলম ও বানাইলাম,
নয়নের জল করলাম কালি রে(২)
হৃদয় ও চিড়িয়া লিখন ও লিখিয়া,
হৃদয় ও চিড়িয়া লিখন ও লিখিয়া,
পাঠাইলাম,পাঠাইলাম,পাঠাইলাম সোনা বন্ধুর নামে লো কিশোরী।
চলো না হই উদাসি
আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি(২)
চলো না হই উদাসি





স্কুল পলাতক মেয়ে
কন্ঠঃ আহমেদ ফজল করিম
কথাঃ আহমেদ ফজল করিম
ব্যান্ডঃ নোভা
অ্যালবামঃ স্কুল পলাতক মেয়ে

—————————–


রেশমী চূড়ি হাতে এলোমেলো চুল
স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল
দুরু দুরু কাঁপে বুক যদি দেখে হায়
এভাবে কি তার সাথে প্রেম করা যায়
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি

রোদে জ্বলা শিউলী তলায় ও হায়
তোমারি পথ চেয়ে দিন কেটেছে
এই চোখ যত দূরে দৃষ্টি মেলায়
শুধু দুচোখ তোমাকে খুজেছে(২)
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি

রোজ তুমি স্কুল পলায়ে পলায়
হাত দুটি ধরে মোর খুচো দিয়ে বলতে
স্কুল ব্যাগ ছুড়ে ফেলে দিয়ে সুদূর
গীটার গীটারে ঝড় তুলতে(২)
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি

রেশমী চূড়ি হাতে এলোমেলো চুল
স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল
দুরু দুরু কাঁপে বুক যদি দেখে হায়
এভাবে কি তার সাথে প্রেম করা যায়
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি

স্কুল পলাতক মেয়ে............



খাজনা
কন্ঠঃ শারমিন সুলতানা সুমী
ব্যান্ডঃ চিরকুট
অ্যালবামঃ চিরকুটনামা

——————————–

আমি খাজনা দেবো নাহ নাহ
তুমি বাজনা বাজাও
দেখি কতো পারো

বুকের খাঁজে মনের ভাজে
সৈন্য পাঠাও আরো
আমার রাজ্যে আমি রাজা
আমি সর্বময়
ভালোবাসার বুলেট বোমা
আমার জন্য নয়
আমার জন্য নয়

আমি খাজনা দেবো নাহ নাহ
তুমি বাজনা বাজাও
দেখি কতো পারো

ওগো ক্ষেপা ঢেউয়ের নাবিক
ওগো মেঘের আকাশচারী
সত্যি করে বলো দেখি
তোমার কথা না ট্যাঙ্ক লড়ি
কেমন তোমার যুদ্ধনীতি
কেমন বাজারদর
আমার ওপর চাপিয়ে দিলে ভালোবাসার কর।

আমি খাজনা দেবো নাহ নাহ
তুমি বাজনা বাজাও
দেখি কতো পারো।

ওগো কানা গলির পথিক
ওগো আলোর পাগল পারা
আমার আছে জোনাক পোকা
আর আলোর পাহারা
আমার আছে সুরের মন্ত্র বাঁশি দোতারা

স্বপ্ন বোঝাই যুদ্ধ জাহাজ
রেখেছি প্রস্তুত
প্রতিরোধের কামান
দাগবে আমার শান্তিদূত।

আমি খাজনা দেবো নাহ নাহ
তুমি বাজনা বাজাও
দেখি কতো পারো



 কেউ প্রেম করে
কন্ঠঃ এস আই টুটুল
মুভিঃ ব্যাচেলর

——————————–

কেউ প্রেম করে,
কেউ প্রেমে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।

কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।

আগেতো হয়নি এমন,
মন করে কেমন কেমন
ইচ্ছেরা যে উড়াল মারে,
কোথায় বারে বারে।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।

স্বপ্ন দেখি একা আমি,
হায়রে আজব পাগলামি
আমার হয়ে গেল কী যে,
উলট পালট আমি নিজে।

কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।



  সত্যি বলছি
কন্ঠঃ জয় শাহরিয়ার
কথাঃ জয় শাহরিয়ার
সুরঃ জয় শাহরিয়ার
অ্যালবামঃ সত্যি বলছি

————————————–

সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না।
সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না,
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না।
এখন তোমার জন্য আমার কোন সময় নেই,
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই।
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই।
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না।

এখন আমার সঙ্গী আকাশ, রাতের ধ্রুবতারা,
বৃষ্টি সঙ্গী করে ভালো, আছি তোমায় ছাড়া।(২)
সময় পেলে উদাস মনে দেখি জোছনা,
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না।
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না।

এখন আমার সঙ্গী গিটার, সুরের ডানা মেলা
ইচ্ছে সঙ্গী করে ভালো, আছি তোমায় ছাড়া।(২)
সময় পেলে উদাস মনে দেখি জোছনা,
তোমায় নিয়ে মিছেমিছি স্বপ্ন দেখি না
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না।
সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না,
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না।
এখন তোমার জন্য আমার কোন সময় নেই,
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই।
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই।
 



 নূপুর
কথাঃ তপু
কন্ঠঃ তপু
ব্যান্ডঃ যাত্রী
অ্যালবামঃ স্বপ্নচূড়া

————————————–

এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?

বলবো না আকাশের চাঁদ এনে দেবো
বলবো না তুমি রাজকন্যা
শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি
হোক যত ঝড় বন্যা
এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?

নয় মিছে আশা নয় শুধু ভালবাসা
নই অকারন প্রেমে অন্ধ
জানি তুমি আমি আমাদের তরী
আজব এক বন্ধুত্ব
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো
চাঁদের আলো আজ যদি ভাল লাগে
কালো হয়ে যায় ঝাপসা
আমার এ তরী যদি চলে যায়
ফিরে আর আসবে না
যত ভালবাস তারে
দূরে রয়ে যাবে
তা কি তুমি জানো না?

এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?..........




0 comments:

Post a Comment

Popular Posts