Data Entry

Over the last 3 years, i have completed a wide range of data entry and typing projects. Most of these jobs were simply copy-pasting tasks for start up advertising companies. I have also published numerous articles for renowned article sites such as ezine.com and wise geek.com. My core competency lies in entering any type of data whether text or images and typing projects. I am seeking opportunities to perform data entry or typing data for you or your business. My other skills include content writing. I would also welcome opportunities related to writing seo content or product/ service reviews.

I am a proactive, highly reliable, efficient and very determined person looking to get hired by companies who are in need of high quality data entry and web research services. I want to get hired at a reasonable rate, get free training if training is available, learn from my employers and acquire new skills in the process. I want to work on a variety of projects and produce quality and highly satisfactory results and earn 5 stars from each.

Data Entry and Computer Technician
For the past 10 years I have been providing technical services to Internet Cafe's and individual clients. Installing, troubleshooting and assembling Personal computers are mostly what I do. I also do LAN installation and maintenance for the Internet Cafe's. Now, I also indulge myself in T-shirt designing and making customized vinyl t-shirts. Computer-cut stickers for car decals and advertising is also available.

Writer, Editor, Proofreader, Data Entry Assistant, Virtual Assistant

I am a 26 year old male who is disabled; I suffer from Cerebral Palsy and am unable to walk or talk. For communication purposes, I utilize an augmentative communication device. However, even though I have some limitations, I am a very intelligent individual, graduating from high school with a 3.84 GPA, and finishing within the top 5% of my graduating class. As a result, I was inducted in the National Honors Society. Currently, I attend an University in Illinois in pursuit of my Master’s Degree in English and Business. My overall goal is to become either a professional editor and/or writer, or a business entrepreneur. Please do not hold my disability against me when reviewing my profile. I am a perfectionist; I believe everything should be done an orderly and accurate fashion. I take my work seriously. I believe in quality over quantity, so if I am hired for a job, it will be the only job that I work on. This is why I feel I would make a great contractor. I have over 13 years of writing experience. Whether it is an essay, research paper, report, blog, article, or simply communication, it is always written the right way. There are no writing errors, e.g., grammar, spelling, punctuation, sentence structure, and so on. Therefore, if I am hired by a client, he or she is guaranteed satisfaction on any writing project. I also have experience in creative writing. I am an aspiring author; I write poetry and short stories in my spare time. Currently, I am working on a story that I hope becomes a bestselling novel, e.g., "The Lord Of The Rings" by J. R. R. Tolkien, and "The Da Vinc Code" by Dan Brown. Thus, I have a natural ability to think creatively if a certain project requires it.
I'm Joanna Joanino, 20 years old and I'm a nursing graduate. I'm expert in using MS Word, MS PowerPoint and in MS Excel. I can type 40-45 words per minute.Service to others is my passion. I'm very hardworking and willing to work overtime and accepts rush paperworks. My hourly rate is not that expensive because I really want you to choose in the project. I also have work experience as a call center agent. My responsibility is to assist clients who are interested in reserving rooms to the hotel. So, let's help each other.Thank you! Hope to have business with you.

VA/Data entry/Web Research/ Skiptracer/debt collector

Seeking Short - term, Long - term, Part time or Full time. Data entry positions, work from home, live web chat operator, Work from home (non phone jobs)I have over 4 years of experience In Customer Service and Debt Collections. I have 4 years of skip tracing experience. 3 years of data entry, live web chat agent, work from home office positions. I Have excellent written and verbal communication skills. I can type 80+ wpm, and i am familiar with spreadsheets, ms word, excel, power point.

Microsoft Office Application Expert Data Entry Professional + 50 WPM

To be able to provide excellent service by maintaining timeliness, high accuracy rate, and outstanding customer service to your business using my years of experience and expertise in using Microsoft Office applications like MS Word, Excel, and PowerPoint combined with my experience of customer service and technical support agent with background in sales.

Data Entry Professional/Web Researcher

To be a part of of a team or company which will serve as a venue of continuing education and personal development and be involve in its pursuit of excellence and productivity. Im hardworking,flexible, can communicate well and Im keen to details. I have a good internet connection at home and I have a typing speed of 40-45wpm
5 years as a Telemarketer Appointment Setter Lead Generator Researcher & Data Encoder Graduate of Bachelor in Computer Science I have 5 years of experience as a Call Center Agent. I do Telemarketing, both Inbound and Outbound. I am hardworking, friendly, and with excellent communication skills. Over the past few years, I have developed my typing ability as a Data encoder in any Microsoft Office application. I can also do lead generation and be an appointment setter. I am efficient that you will be satisfied with my job performance.

Dutch - French - English Translator/Writer

Dear Sir/Madam, Thank you for considering me as an employee. Feel free to check my page for the necessary skills and pay rates. Pay rates are negotiable and depend on the job, so do not hesitate to contact me if you wish to hire me but the rates don't seem to match your budget. As a translator I provide the following languages: Dutch to English ($0.01/word) English to Dutch ($0.01/word) French to English ($0.01/word) French to Dutch ($0.01/word) German to English ($0.01/word) German to Dutch ($0.01/word) (Please note that I only translate from French and not to French) I'm punctual, accurate and give every client a fast turnover. My current rate is $0.01/word. Feel free to contact me with any questions and I will get back to you asap. Hope to be working with you, Sandra


সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউটিরিয়াল
আজকের বিষয়ঃ গ্রাফিক্স রিভার ডট নেট

যারা এই পোস্টটি পড়ছেন আশা করি তাদেরকে এই কথা বলার দরকার নেই যে, গ্রাফিক রিভার কি? তারপরও যারা জানেন না তাদের সংক্ষেপে বলছি এই সাইটি হল এমন একটি সাইট যেখানে আপনি আপনার গ্রাফিক্স আইটেম গুলা বিক্রয় করতে পারবেন। আসলে আমি এই টপিকে পোস্ট করতে চাইনি। তবে গ্রুপ ও ফ্রেন্ডলিস্টে থাকা অনেকের কথায় পোস্টটি লিখলাম।
এই পোস্টের প্রধান উদ্দেশ্য হল নতুনদের শেখা। গ্রুপে অনেকেই আছেন যারা কাজ পারেন কিন্তু গ্রাফিক রিভারের নিয়ম কানুন না জানার কারণে ফাইল আপলোড দেওয়ার আথ্রিটি ও ফাইল আপলোড দিতে পারছেন না। তাই আজকের এই পোস্টের মাধ্যমে দেখানো হবে কিভাবে একটি একাউন্ট খোলার পর, ফাইল আপলোড দেওয়ার অনুমতি পাওয়া যায়।
যাদের গ্রাফিক রিভারে একাউ্নট নেই তারা একাউন্ট খুলে নিন। একাউন্ট খোজার জন্য এইখানে ক্লিক করন
একজন অনুমতি প্রাপ্ত অথোর কিভাবে হবেন?
প্রথেমই আপনার গ্রাফিক রিভার একাউন্টে প্রবেশ করুন তারপর আপনার ইউজার নামের উপর মাউস রাখুন। দেখবেন নিচের দিকে একটি ড্রপডাউন মেনু এসেছে।

দেখুন এখানে Become an Author নামে একটি অপশন আছে এখানে ক্লিক করুন। এইখানে ক্লিক করলে দেখবেন নতুন একটি পেজ এসেছে। নতুন পেজ আসার পর একটু নিচের দিকে নামতেই দেখবেন Take the author quiz এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে দেখবেন ১০ টি প্রশ্নের উত্তর দিতে বলবে। আপনি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাকে তারা ফাইল আপলোডের অনুমতি দিবে।
১০টি প্রশ্নের উত্তর কিভাবে দিবেন?
আসলে এই দশটি প্রশ্নের উত্তর দেওয়া খুবই সহজ। তারপরও যদি কেঊ না পারেন তাহলে আমি একটি লিংক দিচ্ছি এখান থেকে আপনি আপনার উত্তর গুলা খুজে বের করে নিন খুব সহজেই। প্রথমেই এই লিংক এ প্রবেশ করুন। তারপর আপনার যেই যেই প্রশ্নের উত্তর দরকার তা কপি করে Ctrl+F এর সাহায্যের খুজে নিন। অবশ্যই কোন পোস্ট ওপেন করবেন না। শুধুমাত্র Ctrl+F এর সাহায্য নিবেন।
কিভাবে একটি আইটেম আপলোড দিবেন?
এবার আমরা দেখব কিভাবে একটি বিজনেস কার্ড আপলোড দেওয়া যায়। আমি যথেস্ট বিস্তারিত লেখার চেস্টা করেছি, ভুল হলে ক্ষমা প্রার্থী।
প্রথমেই এই লিংক এ প্রবেশ করুন এবং Print Template সিলেক্ট করুন। তারপর Next চাপুন। তারপর নতুন একটি পেজ আসবে (নিচের ছবির মত)।
১. এইখানে আপনার আইটেমর নাম দিবেন;
২. এইখানে আপনার আইটেম সম্পর্কে কিছু কথা লিখবেন। যেমনঃ এতে কি কি Features      আছে কি কি ফন্ট ব্যবহার করেছেন সব লিখবেন।
৩. এইখানে আপনি আপনার আইটেম গুলা আপলোড দিবেন।
·        প্রথমে প্রিভিঊ ইমেজ আপলোড দিতে হবে ( প্রিভিউ ইমেজের সাইজ পাশে ৫২০ পিক্সেল আর লম্বা আপনার যতটুকু দরকার পরে। আর ইমেজের ফরমেট হতে হবে অবশ্যই JPG )
·        তারপর একটি ছোট ইমেজ। যার সাইজ (80×80)px পিক্সেল। এইটিও JPG হতে হবে।
·        এবার আপনার মেইন ফাইল আপলোড দেওয়ার পালা। আপনার মেইল ফাইল আপলোড দেওয়ার আগে কিছু কাজ করতে হবে তা হলঃ
o   একটি txt ফাইল বানাতে হবে যার মধ্যে আপনার কার্ডের সকল তথ্য থাকবে। যেমন আপনার কার্ডে কি কি Features     আছে এবং আপনার কার্ডে কি কি ফন্ট ব্যবহার করেছেন তার নাম সহ লিংক দিতে হবে। এবং সাথে একটি হেল্প টেস্ট দিতে হবে তা পিডিএফ হলে ভাল। এই হেল্প টেস্টে আপনি লিখবেন কিভাবে এই কার্ডটি এডিট করতে হবে।
o   তারপর এই আপনার মেইন ফাইল, txt ও পিডিএফ ফাইলটিকে একসাথে করে জিপ করতে হবে। জিপ করতে সকল ফাইল গুলা সিলেক্ট (আপনার প্রিভিঊ ও থাম্বনাইল ইমেজ বাদে) করে আপনার মাউসে রাইট বাটনে ক্লিক করে Compressed (Zipped)Folder এ ক্লিক করুন। অবশ্যই rar,7zip অথবা অন্য কোণ সফটওয়ার ব্যবহার করবেন না জিপ করার জন্য।
৪. আপনার ফাইল গুলা আপলোড হয়ে গেলে, এইখানে প্রিভিউ ইমেজটিকে সিলেক্ট করে দিন।
৫. এইখানে আপনার ছোট ইমেজটিকে সিলেক্ট করে দিন (80×80)পিক্সেলের ছবিটি।
৬. এইখানে আপনার মেইন ফাইলটি আপলোড করে দিন। যেটি আপনি জিপ করেছিলেন।
৭. আপনি যদি আরো Screenshot দিতে চান আপনার বায়াদের জন্য। আপনি এখানে আরো কিছু ছবি আপলোড দিতে পারেন, তবে আপনার ইমেজ গুলোকে অবশ্যই জিপ করে আপলোড দিবেন।
৮. আমরা যেহেতু বিজনেস কার্ড আপলোড দিচ্ছি, সেহেতু এখানে আপনি Business card Category সিলেক্ট করুন।
৯. তারপর আপনি যেই কাজটি করেছে সেটিতে যদি লেয়ার থাকে তাহলে Yes দেন আর না থাকলে No দিন।
১০. আপনি যেই ফাইলটি আপলোড দিয়েছেন, সেটি কোন ফাইল তা এইখানে দিন। যদি Illustrator তাহলে Vector EPS দিন, আর যদি বা Photoshop হয় তাহলে Photoshop PSD সিলেক্ট করুন।
১১. আপনার সফটওয়্যারটি কোন ভার্সনে করা তা সিলেক্ট করে নিন। যেমনঃ CS2,CS5,CS6
১২. এইখানে আপনার কার্ডের সাইজ দিয়ে দিন। যেমন একটি ইন্টারন্যাশনাল সাইজ 3.5×2 inches
১৩. এইখানে আপনি আপনার কার্ডের ট্যাগ দিন। যেমনঃ colorful,color,milticolor,card,personal,business,mordan,creative,new,awesome,print,cmyk,cool,exclutive,print ready ইত্যাদি।
১৪. এইখানে আপনি একটি কমেন্ট করুন। রিভিউয়ারকে উদ্দেশ্য করে। যেমনঃ Thank You for reviewing my item. :D এবং নিচে যেই টিক চিহ্নটি আছে সেটিতে ক্লিক করুন।
১৫. এবার সর্বশেষ যেই কাজ, সেটি হল আপলোড বাটনে ক্লিক করুন।
এবার আপনি আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করুন দেখবেন আপনার ড্যাশবোর্ডের হাতের ডান পাশে একটি অপশন দেখবেন, নিচের ছবির মত; এটি সম্পূর্ন হতে প্রায় ১০ দিন লাগবে আবার এর আগেও হতে পারে। সাধারণত একটি প্রিন্ট টেমপ্লেট Approve হতে প্রায় ১০ দিন সময় নেয়।
অবশেষ কিছু কথা আমি নিজেই গ্রাফিক রিভারের একজন নতুন মেম্বার। আমি সাধারণত লোকাল ও বিভিন্ন ফ্রিলেক্সার সাইটে কাজ করতাম তবে ইদানিং গ্রাফিক রিভারে কাজে আগ্রহী হয়ে উঠি। এবং আল্লাহর রহমতে অনেক সারা পেয়েছি। আমার গ্রাফিক রিভারেরএকাউন্ট যদি ভাল লাগে ঘুরে আসবেন আর পারলে ফলো করবেন,  আমার আইডি।  আমার এই পোস্টে যদি কোণ প্রকার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি।


Popular Posts