আউটসোর্সিং কাজ পাওয়ার টিপস

ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিংয়ের কাজ অনেকেই করছেন, আবার অনেকে নতুন করে শুরু করতে যাচ্ছেন। অনলাইনে সহজে আউটসোর্সিংয়ের কাজ পেতে কিছু কৌশল অবলম্বন করলেই চলে। নিচে সে রকম কিছু কৌশল দেওয়া হলো।
 অনেকেই যাঁরা চার-পাঁচটা কাজের (জব) জন্য আবেদন করেই জব (কাজ) পেয়ে যান। আবার কেউ কেউ ১০০টা আবেদন করেও জব পান না। এটা নির্ভর করে আপনি কত কম মূল্যে (রেটে) আবেদন করেছেন তার ওপর।
 যেসব বায়ারের পেমেন্ট মেথড ভেরিফায়েড না সেসব বায়ারের জবে আবেদন করবেন না। কারণ, কোনো কনট্রাক্টরকে (ফ্রিল্যান্সার) ভাড়া বা হায়ার করতে হলে তার পেমেন্ট মেথড ভেরিফায়েড থাকতে হয়।
 কোনো একটা জব পোস্ট করার পর যত তাড়াতাড়ি সেটিতে আবেদন করবেন ততই ভালো।
 আপনি যত বেশি সময় অনলাইনে (ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে) থাকবেন ততই আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ কিছু কিছু কাজ আছে, যেগুলো পোস্ট করার এক-দুই ঘণ্টার মধ্যেই সম্পন্ন করে জমা দিতে হয়। যেমন ফেসবুকে বা অন্য কোনো সাইটে ভোট দেওয়া এবং কিছু ভোট সংগ্রহ করে দেওয়া; আবার হঠাৎ করে কোনো ওয়েবসাইটে সমস্যা হয়েছে তা ঠিক করে দেওয়া ইত্যাদি। কাজেই শুরুতে বেশি সময় অনলাইনে থাকার চেষ্টা করুন। যাতে বায়ার আপনাকে কোনো বার্তা পাঠালে সঙ্গে সঙ্গে তার প্রত্যুত্তর দিতে পারেন।
 মার্কেটপ্লেসগুলোতে দেখবেন প্রতি মিনিটে নতুন নতুন জব পোস্ট করা হচ্ছে, সেগুলোতে আবেদন করুন। যেসব জবে কোনো কনট্রাক্টরের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সেসবে আবেদন না করাই ভালো। কারণ বায়ার যদি এদের মধ্য পছন্দের কনট্রাক্টর পেয়ে যায় তাহলে আর অন্য কনট্রাক্টরের প্রোফাইল চেক করে দেখবে না।
 যেসব জবে শর্ত দেওয়া আছে এবং সেগুলো যদি আপনি পূরণ করতে না পারেন তাহলে আবেদন না করাই ভালো।
 যাঁরা ওডেস্কে দুই-তিনটা কাজ করেছেন, এখন বেশি মূল্য হারে আবেদন করতে চান, তাঁরা যে জবটিতে আবেদন করবেন সে জবের নিচে দেখুন বায়ারের আগের জবগুলোর তালিকা দেওয়া আছে। সেখানে যদি দেখেন বায়ার তাঁর আগের জবগুলোতে বেশি ডলার দিয়ে অন্য কনট্রাক্টরকে কাজ করিয়েছেন, তাহলে আবেদন করতে পারেন। আর যেসব বায়ার আগের জবগুলোতে বেশি ডলারে কাজ করায়নি, তাদের জবে বেশি রেটে আবেদন না করাই ভালো।
____________________________________________________________________________________



অনলাইনে কাজ পেতে হলে

 ইচ্ছা, ধৈর্য আর পরিশ্রম করলে অনলাইনে অভিজ্ঞতা ছাড়া ঘরে বসেই আয় করা সম্ভব। এ বিষয়ে যারা নতুন ও আগ্রহী, তাঁদের জন্য অনলাইনে আয় বিষয়ক এই পরামর্শ দিয়েছেন ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান।
মার্কেটপ্লেস সম্পর্কে ধারণা নেওয়ানতুন অবস্থায় একজন ফ্রিল্যান্সারের মার্কেটপ্লেস সম্পর্কে ধারণা একেবারে না থাকতে পারে। তবে সঠিকভাবে কাজ করার ক্ষেত্রে এ সম্পর্কে পূর্ণ ধারণা থাকা প্রয়োজন। বেশির ভাগ ফ্রিল্যান্সারই এ ধারণা পাওয়ার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের গ্রুপে প্রশ্ন করে থাকেন। অথচ, প্রতিটি অনলাইন মার্কেটপ্লেসে তাঁদের হেল্প সেন্টার থাকে, যেখানে অনেক সঠিক তথ্য পাওয়া যায়। একজন ফ্রিল্যান্সারের নিয়মিত এই পোস্টগুলো দেখা উচিত। ভালোভাবে জানার পরেই মার্কেটপ্লেসে কাজের জন্য বিড করা বা কাজ করা উচিত।
বিশ্বাসযোগ্যতা অর্জন করাআমরা যেমন একটি কম্পিউটার কিনতে গেলে শুধু একটি কম্পিউটারের কেসিং বা বক্স কিনি না, এর সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রাংশও কিনি। তেমনি, যখন কোন ক্লায়েন্ট একজন ফ্রিল্যান্সারকে কাজে নিয়োগ দেন তাঁর কাছ থেকে কাজের ক্ষেত্রে পরিপূর্ণ ও দক্ষ পেশাদারিত্বই আশা করেন। এক্ষেত্রে একটি প্রোফাইল তৈরি করাই যথেষ্ট নয়, একজন ফ্রিল্যান্সারকে অবশ্যই প্রমাণ করতে হবে কাজটি করার জন্য তাঁর কি যোগ্যতা আছে। বিশ্বাসযোগ্যতা তৈরি করতে এবং যোগ্যতা প্রমাণ করতে একজন ফ্রিল্যান্সার দুটি কাজ করতে পারেন-
দক্ষতার পরীক্ষা
একজন ফ্রিল্যান্সারের স্কিল টেস্টের মাধ্যমে তিনি কি কাজ করতে পারেন সে সম্পর্কে জানতে পারেন। ফ্রিল্যান্সার সাইটগুলোতে ফ্রিল্যান্সারদের জন্য স্কিল টেস্টের ব্যবস্থা আছে, যেখান থেকে স্কিল টেস্ট দিয়ে আপনার দক্ষতা যাচাই করা খুবই সহজ। এই টেস্টগুলো বিনামূল্যে  দেওয়া যায় এবং কেউ যদি টেস্টে খারাপ করেন তাহলে ফলটি লুকিয়ে রাখতেও পারবেন এবং আবার  ১৪ দিন পরে পরীক্ষা দিতে পারবেন। যদি ফ্রিল্যান্সার তাঁর প্রোফাইলে ভালো স্কোর দেখাতে পারেন, তাহলে কাজ পাওয়ার ক্ষেত্রে নিশ্চয়তা অনেকাংশে বেড়ে যায়।
পোর্টফোলিও তৈরি
স্কিল টেস্ট প্রমাণ করে বৈষয়িক জ্ঞান, আর পোর্টফোলিও প্রমাণ করে একজন ফ্রিল্যান্সারের দক্ষতা এবং হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা। একজন নতুন ফ্রিল্যান্সার এর উচিত যত বেশি পোর্টফোলিও সংযোগ করা। ওয়েব ডেভেলপার তাঁর ডেভেলপ করা সাইটের স্ক্রিন-শট নিয়ে আপলোড করতে পারেন, এবং গ্রাফিকস ডিজাইনার তাঁর ডিজাইন তৈরি করে প্রোফাইলে যুক্ত করে দেখাতে পারেন। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের কাজগুলো সংযুক্ত করতে পারেন স্কিল হিসেবে। সার্ভিস হোল্ডাররা তাদের সার্টিফিকেট দিয়ে দিতে পারেন অভিজ্ঞতা হিসেবে। সর্বোপরি কোন প্রোফাইলের পোর্টফোলিও একজন ফ্রিল্যান্সার যে বিষয়ে দক্ষ সে বিষয়ে তার পরিপূর্ণ দক্ষতা আছে সেটা প্রমাণ করে।
নিজের প্রচারণা চালানো
নিজের ঢোল নিজে পেটানো কথাটি খারাপ শোনালেও একজন ফ্রিল্যান্সারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। আপনাকে যেহেতু আঞ্চলিক ও আন্তর্জাতিক মার্কেটে কাজ করতে হবে তাই আপনার পরিচিতি থাকা আবশ্যক। ফ্রিল্যান্সিং সেক্টরে নিজের অবস্থান তৈরি করতে আপনার ত্রুটিমুক্ত প্রোফাইল এর পাশাপাশি নিজেকে বিভিন্নভাবে তুলে ধরতে হবে। তাই সম্ভব হলে নিজের একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা ভালো। এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটের প্রোফাইল ও পেজের মাধ্যমে আপনার এবং আপনার বিভিন্ন সেবা তুলে ধরতে পারেন। অবশ্যই প্রফেশনাল ছবি ও তথ্য শেয়ার করা উচিত। সামাজিক যোগাযোগ সাইটে আপনার পার্সোনালটি নষ্ট হয় এমন কোন কিছু করা উচিত নয়।  অন্যান্য ফ্রিল্যান্সারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ প্রয়োজন।  এতে তাদের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
____________________________________________________________________________________



‘ছোট’ কাজে কত টাকা?

 কোনো কাজই ছোট নয়। তবে ‘মাইক্রো ওয়ার্ক’ বা ‘ছোট কাজ’ দিন দিন অনলাইনে জনপ্রিয়তা পাচ্ছে।
কখনো সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার করে লাইক দেওয়া, ফরমায়েশে অ্যাকাউন্ট খুলে দেওয়া, অনলাইনে ভোট দেওয়া, মন্তব্য করা, বিজ্ঞাপনে ক্লিক করা, বিজ্ঞাপন দেখা প্রভৃতি মাইক্রো ওয়ার্কের মধ্যে পড়ে। দেশের অনেক ফ্রিল্যান্সার এখন ঘরে বসে ‘মাইক্রো ওয়ার্ক’ করেও আয় করছেন। কিন্তু শ্রম ও সময় ব্যয়ের সঙ্গে পারিশ্রমিক ঠিকঠাক মিলছে তো?
অনলাইনে ‘মাইক্রো ওয়ার্ক’-এর জনপ্রিয়তা বাড়ছে। নানা ধরনের ছোটখাটো কাজের জন্য ভারচুয়াল কর্মী নিয়োগের হার বাড়ছে প্রতিষ্ঠানগুলোতে।
এ ধরনের সাইটগুলোতে কাজ করতে প্রথমে অ্যাকাউন্ট খুলে নিজের প্রোফাইল তৈরি করতে হয়। এরপর সাইটে পোস্ট করা কাজগুলোর মধ্য থেকে নিজের দক্ষতা অনুযায়ী কাজ বেছে নেওয়া যায়।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো এক সপ্তাহে মাইক্রো ওয়ার্কিং সাইট বা প্ল্যাটফর্মগুলোতে ৩৭ ঘণ্টার বেশি পরিশ্রম করে সর্বোচ্চ এক হাজার ৫০০ টাকা আয় করা সম্ভব হয়।
বিবিসির একজন কর্মী ওই প্রতিবেদনে লিখেছেন, তিনি এক সপ্তাহ ধরে মাইক্রো ওয়ার্কিং সাইটগুলোতে প্রাণান্ত পরিশ্রম করেন। নিজের দক্ষতার পাশাপাশি সময়ের অপচয় করে ‘মাইক্রো ওয়ার্কিং’ সাইটে এক সপ্তাহ কাজ করার বাস্তব অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, এই সাইটগুলো থেকে আশানুরূপ আয় করা সম্ভব হয় নয়।
‘মাইক্রো ওয়ার্ক’ বা ক্ষুদ্র কাজদাতা হিসেবে অনলাইনে বিভিন্ন সাইট রয়েছে। এসব সাইটে কাজের মধ্যে রয়েছে ‘সাইন আপ’, ‘লাইক’, ‘ভোট’, ‘গেম’, ‘বিজ্ঞাপন ক্লিক’, ‘ভিডিও বিজ্ঞাপন দেখা ও রেটিং দেওয়া’, ‘জরিপ’, ‘অনুবাদ’, ‘রিভিউ’ ‘ক্ষুদ্র ব্লগ’ প্রভৃতি। প্রতিটি কাজের জন্য খুবই কম পারিশ্রমিক নির্ধারণ করেন কাজদাতা। পরীক্ষা করে দেখা গেছে, ‘মাইক্রো ওয়ার্কার্স’ নামের একটি সাইটে ‘সাইনআপ’-এর মতো একটি কাজ করে মাত্র সাত টাকা আয় হয়। এ ধরনের কাজে পাঁচ মিনিট থেকে এক ঘণ্টার বেশি সময় লাগে।
বিভিন্ন সাইটে লাইক দেওয়া, সাইন আপ করা প্রভৃতি ক্ষুদ্র কাজের মাধ্যমে ২০ ডলার জমা হলেই কেবল অর্থ উত্তোলনের জন্য আবেদন করা যায়। এ অর্থ থেকে আবার কিছু কেটেও রাখা হয়। তবে কিছু সাইটে অ্যাকাউন্ট খোলার জন্য এক ডলার পর্যন্ত বোনাস দেয়। এ ধরনের কাজের জন্য নিজের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট, ই-মেইল অ্যাকাউন্ট, ব্যক্তিগত তথ্য প্রভৃতি ব্যবহারের প্রয়োজন পড়ে।
মাইক্রো ওয়ার্কিংয়ের জন্য জনপ্রিয় একটি সাইট হচ্ছে ‘ক্লিক ওয়ার্কার’। এ সাইটে অ্যাকাউন্ট খোলা ও প্রোফাইলের তথ্য শতভাগ পূরণ হলে তবে কাজ পাওয়া যায়। এসব সাইটে কাজ করার পর অর্থ পরিশোধের বিষয়টি নির্ভর করে কাজদাতার ইচ্ছার ওপর।
বিভিন্ন সাইটে কাজের প্রত্যক্ষ অভিজ্ঞতায় দেখা গেছে, সময় ও শ্রমের তুলনায় পারিশ্রমিক নামমাত্র। এ ক্ষেত্রে বাস্তবিক দুনিয়ার কাজের মতো দ্রুত টাইপ, সৃজনশীল লেখা, সামান্য গবেষণা ও দক্ষতার ছোঁয়া দেখাতে পারলে অবশ্য শ্রমের মূল্য আসতে পারে।
মাইক্রো ওয়ার্কিংয়ে অভিজ্ঞদের পরামর্শ হচ্ছে, যাঁরা নতুন এবং মাইক্রো ওয়ার্ক করার কথা ভাবেন, তাঁদের অবশ্যই মাথায় রাখতে হবে যে, ভালো পারিশ্রমিক পেতে অমানুষিক শ্রম দিতে হবে।
_________________________________________________________


ইল্যান্স থেকে ছয় মাসে ১১ কোটি টাকা দেশে

 চলতি বছরের প্রথম ছয় মাসে অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্সে কাজ করে প্রায় ১১ কোটি টাকা দেশে এনেছেন বাংলাদেশের ফ্রিল্যান্সাররা।

বাংলাদেশ থেকে প্রতি মাসে এক হাজারের বেশি অ্যাকাউন্ট খোলা হচ্ছে অনলাইন মার্কেটপ্লেসের এ সাইটটিতে। ইল্যান্স কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের দক্ষ ফ্রিল্যান্সাররা এই সাইটটিতে এখন কাজ পাচ্ছেন বেশি।

ইল্যান্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, ২০১৩ সালের দ্বিতীয় প্রান্তিকে অর্থাত্ এপ্রিল থেকে জুন এই তিন মাসে ইল্যান্সে  সাত হাজারেরও বেশি নতুন বাংলাদেশি ফ্রিল্যান্সার যুক্ত হয়েছেন। চলতি বছরে ইল্যান্সে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের কাজ পাওয়ার পরিমাণ বেড়েছে। ২০১২ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এ বছরের জুন মাসে ১৪৫ শতাংশের বেশি বাংলাদেশি ফ্রিল্যান্সাররা ইল্যান্সে কাজ করেছেন এবং আয়ের পরিমাণও অনেক বেশি। এ বছরের বছরের দ্বিতীয় প্রান্তিকে ইল্যান্সে পাঁচ হাজার ৬৫২টি কাজ করেছেন বাংলাদেশি ফ্রিল্যান্সাররা।

ইল্যান্স কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশি ফ্রিল্যান্সাররা আইটি, প্রোগ্রামিং, গ্রাফিকস ও সফটওয়্যার বিভাগে তাদের দক্ষতা দেখিয়ে বেশি কাজ পাচ্ছেন। এ ছাড়াও  অ্যাডমিন সাপোর্ট ও বিপণনেও দেশি ফ্রিল্যান্সাররা দক্ষতার পরিচয় দিচ্ছেন।
বাংলাদেশি ফ্রিল্যান্সরা বেশির ভাগ কাজ পাচ্ছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও সিঙ্গাপুর থেকে।
অনলাইনে কাজের শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম ইল্যান্স ২১ আগস্ট প্রতিষ্ঠানটির গ্লোবাল অনলাইন এমপ্লয়মেন্ট প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় ইল্যান্সে ব্যবসায়ের ওপর বিনয়োগ বৃদ্ধি পেয়েছে এবং দক্ষ ফ্রিল্যান্সারদের নিয়োগ ভবিষ্যতে আরও বাড়বে।


উপরি পাওনা

প্রথম সূর্য্য ছোঁয়া কুয়াশা যখন
বৃষ্টি হয়ে ছুঁয়েছে মাটি।
অধরা কিন্তু অদেখা নয়
এমন কিছু স্বপ্নের খোঁজে আমি --
রাতারাতি
চেনা ছকে আঁধার কাটি।
বদ্ধ জানালার উন্মুক্ত গরাদ
ঠাণ্ডা দখিনায় উষ্ণতা শোষে
আদিম মগ্নতায়!
শীতল নগ্নতায়
পড়ে আছি ফুটপাত শিশুর মতো
টিকে আছি কোন মতে।
তুমি হয়তো চেনোনি আমায়
হাজার লক্ষ কোটির ব্যানার নেই
প্রান্ত ভরা আতিশর্য্য নেই নামের নীচে।
তবু
চিরকালীন যক্ষার মত আছি আমি।
বুক থেকে রক্ত উগলে আসার আগে
যেটুকু বিষ আছে রন্ধ্রে রন্ধ্রে
শুষে নেবার আগে --
বিরাম নেই
শান্তি নেই আমার্।
উপরি পাওনা যদি কিছু মেলে,
তবে তাকে বিপ্লব বোলো না …




No Comment........

 

 




 
 অ্যালবাম:- মা
কথা:- আহমেদ ইউসুফ সাবের
সুর ও সঙ্গীত :- বাসু
গান:- দশ মাস দশ দিন
কন্ঠ:-কনা

দশ মাস দশ দিন তোমার অংশ ছিলাম প্রতিদিনই
তিলে তিলে করলে ঋণী গর্ভূধারিণী
তুমি আমার জন্মদাত্রী তুমি আমার মা
জগৎ জুড়ে তোমার মাগো হয় না তুলনা ।
মাগো এলাম তোমার কোলে
চলতে শেখা বলতে শেখা তোমারই আচলে
তোমার হাত ধরে কৈশোরে পা
চেয়েছি যা দিয়েছো তা
জীবন নদী পাড়ি দেয়া তোমার কাছে জানা ।
ওমা তোমার সুখে দুখে আমি
জীবন আকা স্বপ্ন রেদখা দেখালে যে তুমি
আমার দুষ্টুমিতে মিষ্টি মানা
দিলে সুখের চাবিখানা
মিলে মিশে থাকার কথা তোমার কাছে জানা ।


অ্যালবাম :- মা
কথা , সুর ও সঙ্গীত :- বাসু
গান:- মা আমার মা
কন্ঠ:-সাবিনা ইয়াসমিন

একটি ডানপিঠে দুপুরে
একটি বখে যাওয়া ছেলে
স্কুল পালিয়ে ধরা দিতো
মায়ের কাছে এসে
মা আমার মা ।
হাত বুলিয়ে কে দিতো মাঝ রাতে আমায়
কথায় কথায় কে রাঙাতো চোখ
আদরে সোহাগে কে নিতো বুকে টেনে আমায়
মা
মাগো তোমার কোলের গন্ধ
আর ঘুমপাড়ানীর গান
তুমি শিউলি ঝরা ভোর
আমার হৃদয়ের উঠান ।
মা
হাত বাড়িয়েকে দিতো মিষ্টি ডাক আমায়
কথায় কথায় কে দিতো চুম
আদরে সোহাগে কে নিতো টেনে বুকে আমায়
মাগো তোমার কোলের ওম
কি যে মিষ্টি সুখের ঘুম
তুমি আমার হাজার ঋণ
যেন শ্রাবণ মেঘের দিন ।



অ্যালবাম: মা ,
কথা:- অন্তরা
সুর ও সঙ্গীত :- বাসু
গান:- মাগো শীতের রাতে
কন্ঠ:-প্রিয়াংকা

শীতের রাতে তুমি আমার চেনা উষ্ণতা
তুমি আবার গ্রীষ্মে দাও অপার শীতলতা
মা মাগো মা তুমি আমার আদর মাখা পূর্ণতা ।
তোমার কোলের ওম
মাগো আমার চোখের ঘুম
মিষ্টি সে আচল গন্ধে
আমি যে পাগল মাগো জনম জনম ।
যেন বর্ণিত হয় এই মধুরতা
দুষ্টুমি আমার বকুনি তোমার
সেই তুমি মাগো রোগে শিয়রে জাগো
শ্বাশত সুন্দর এমনই তোমার মমতা


অ্যালবাম:- মা
কথা:- আফরোজা নিজামী
সুর ও সঙ্গীত :- বাসু
গান:- আমার মা
কন্ঠ:-মুক্তি

ভালোবাসার গভীর সাগর আমার মা
তারায় খচিত আকাশে
নীলিমার সাথে নীলিমা
আমার সুরের আলাপে
আমার মনের গোলাপে
মা আমার ক্ষুধার সুধা
দিনের সূর্য্য রাতের পূর্ণিমা
আমার মায়ের আচলে
আদর শাসন কথা বলে
মা আমার অনেক আপন
আমার গর্বের চির গরিমা ।।
 
 
মা আমার, 
 
মা আমার, কেন তোরে ম্লান নেহারি—
           আঁখি ছলছল,   আহা।
ফুলবনে  সখী-সনে   খেলিতে খেলিতে হাসি হাসি  দে রে   করতারি।। 
     আয় রে বাছা,   আয় রে কাছে আয়।
        দু দিন রহিবি,   দিন ফুরায়ে যায়—
              কেমনে বিদায় দেব’ হাসিমুখ না হেরি।। 
 মা,আমি তোর কী করেছি।
  
 
 
 মা,আমি তোর কী করেছি।
 
 
মা,আমি তোর কী করেছি।
   শুধু তোরে জন্ম ভ’রে মা বলে রে ডেকেছি।।
চিরজীবন পাষাণী রে,           ভাসালি আঁখিনীরে— 
      চিরজীবন দুঃখানলে দহেছি।। 
আঁধার  দেখে তরাসেতে       চাহিলাম তোর কোলে যেতে— 
      সন্তানেরে কোলে তুলে নিলি নে।
মা-হারা সন্তানের মতো           কেঁদে বেড়াই অবিরত— 
      এ চোখের জল মুছায়ে তো দিলি নে।
ছেলের প্রাণে ব্যথা দিয়ে       যদি,মা,তোর জুড়ায় হিয়ে
      ভালো ভালো,তাই তবে হোক— 
           অনেক দুঃখ সয়েছি।।
 
 
 মা, ওই যে তিনি চলেছেন
 
 মা, ওই যে তিনি চলেছেন
                        সবার আগে আগে!
           ফিরে তাকালেন না, ফিরে তাকালেন না--
                    তাঁর নিজের হাতের এই নূতন সৃষ্টিরে
                            আর দেখিলেন না চেয়ে!
                    এই মাটি, এই মাটি, এই মাটিই তোর
                            আপন রে! 
              হতভাগিনী, কে তোরে আনিল আলোতে
                             শুধু এক নিমেষের জন্যে!
                    থাকতে হবে তোকে মাটিতেই
                          সবার পায়ের তলায়।
============================================
 
 
 
 

Odesk Office Skill Test Answers 2013 Kindly read and be familiar of the sample questions given at Odesk Office Skill Test for 2013:

1) Dr. Jones’s office, Doctor at sea, Doctor come quickly 

Ans: c
2) Which of the following are considered bad manners while greeting a business visitor to your office 

Ans: e) all of the above

3) which of the following file formats relate to a graphic file or scanned image file? 

Ans: e) a and d

4) What are the dimensions of an A4 size sheet of paper

Ans: d) 210 mm x 297 mm

5) Traditionally, approximately how many pages should a business CV or resume have? 

Ans: a) 1-3, preferably 2

6) Which of the following are commonly used computer web browser 

Ans: c) Chrome, Explorer, Firefox,

7) When reply to an e-mail, who do you place in the cc: and who in the bcc:line? 

Ans: c) A person you wish to openly inform goes in the cc: line,
and the personyou wish to read the e-mail, but without knowledge
of either the recipient or the person in the cc: line, goes in the bcc: line.

8) What is very important to remember to do when entering an office business meeting at any level, especially when clients are there?
Ans: e) a and c

9) There are 20 new PC’s in the account department. Should there be anapostrophe in PC’s?
Ans: a) No

10) What does the abbreviation CEO stand for
Ans: e) Chief Executive Officer

11) When a client visits the office and arrives early what do office etiquette require you to
do to handle the situation?
Ans: d) All of the above.
 
12) What does the CTRL+V shortcut accomplish in Word 2000?
Ans: b) it pastes the text that

13) You send a package through FEDEX to a client in Korea. The client calls up after a few days and says that he has not received it. What is the best way to immediately let the client know the status of a courier?

Ans: d) Track the packet on the FEDEX website and send the client a copy of thecurrent status of packet.

14) What is flexi-time

Ans: b) The flexible use of personal office hours, such as working an hour earlier one day, in order to leave an hour earlier another day

15) What does the glass ceiling refer to in a business context?

Ans: c) The upper level of senior management or company execution positions
which is traditionally hard to break through, for example, for women and/or minorities.

16) What is the best way to handle an angry colleague or client with acomplaint? 

Ans: a) listen to their concerns, and calmly but firmly explain what you are able todo,
offering other solutions and oppositions without getting angry in turn.

17) What are the traditional office hours in the Western world, now muchmore flexible, though still adhered to in most office? 

Ans: a) 9 a.m. – 5 p.m.

18) What common injury can result from too much concentration typingover too little amount of time? 

Ans: d) Repetitive strain injury

19) What does administration generally handle in an office environment? 

Ans: c) The efficient day-to-day running of the office, with regards to companyfiles, communication, management of jobs such as overseeing hiring andfiring and human resources, etc.

20) What is the benefit of e-mailing documents rather than always providinghard copies to individuals?

Ans: d) b and c

21) What is the difference between Microsoft Access and Microsoft Excel? 

Ans: b) Access is mainly for database and Excel is for spreadsheets

22) What is the person in charge of administering an office commonly called? 

Ans: d) CEO

23) Which of the following activities could possibly infect your computer with virus? 

Ans: a) Installing pirate software from a CD
 
oDesk Microsoft Execl 2000/2003 test answers
This test is for Data entry type job on oDesk.

01. What Function does the ‘Compare Side by Side With’ command on the window menu perform? 

Ans: It allows you to scroll through two or more workbooks simultaneously

02. Which of the following functions would return a value of 8?

Ans: round(8.4999,0)

03. What will be the output of the function IF(ISNA(MODE(B1:B4)),0,MODE(B1:B4)) when it is applied to the data series given bellow? 

B1:27
B2:22
B3:28
B4:21
Ans: 0

04. How can you select all the blank cells in your worksheet? 

Ans: Choose blank in the Edit->Go to->special Menu option
 

The question is based upon the figure shown

05. The figure shows a view of the standard Toolbar. What function is performed by the button Marked by the letter Y?

Ans:  Its adds up the values in the selected cells

06. You have entered test in a cell which is too big for the cell. You want the text to appear in multiple lines inside the same cell. What will you do?

Ans:  Use the wrap txt option in the Format->Cells>Alignment Menu

07. Which of the following errors appears when an invalid argument is passed while converting a number from one number system to another system? 

Ans:  #N/A

08. Suppose the value in cell A1 is John and B1 is Smith then which of the following function you will use to get John_Smith in Cell C1? 

Ans:  = A1&”_”&B1

09. Which of the following date and time function will you use to return the serial number of the last day of the month before or after specified number of months? 

Ans: EOMONTH

10. Which of the following shortcuts can be used to insert a new line in the same cell? 

Ans: Alt+Enter

11. Which of the following function you will use to find the highest number in a series of numbers?

Ans: MAX(B1:B3)
 
12. State Whether True or false.

Ans: True
 

13. This question is based upon the figure bellow
What does the purple triangle at the bottom right corner of the cell signify?Ans: Smart Tag

14. You have created a worksheet which consists a confidential data. You want that these values, although present in the worksheet, should remain hidden and as a result the cells containing this data should appear blank in the worksheet. Which method will help you do this? 

Ans: Select the cells, open the Window menu and click on Hide

15. This question is based upon the figure shown bellow

The figure shows an Excel worksheet. What does the read triangle in C2 signify?Ans: There is a comment associated with the cell

16. You select the row headings 10, 11 and 12 and then choose the menu option Insert->Rows. What will happen? 

Ans: 3 new rows will be inserted after row 9

17. The figure shows the calculation tab under the Tools->options menu. The option under Calculation has been checked as Automatic. What does this mean? 

Ans: Unknown

18. Which of the following statements regarding the QUARTILE function is not true? 

Ans: The function MEDIAN(array) and QUARTILEarray,2) will return different values when applied to the same array.

19. You have entered 4/6 as data in a cell without applying any formats to it. By default, Excel will treat this data entry as a:

Ans: Date

20. This question is based upon the figure shown belowWhat will be the value in the cell C2 as shown in the figure when we use formula = A2+B2? 

Ans: 120

21. What is the quickest way to select all the columns on a worksheet? 

Ans: Click on the gray rectangle on the upper left corner of the worksheet where the column headings and row headings meet

22. What does the NOW() function returns?
Ans: Returns the serial number of the current date and time

23. A smart tag will be removed from a cell when……………….
Ans: The data in the cell is changed or deleted

24. You would like to restrict the values that can be entered into a cell so that only whole numbers between 1 and 100 can be entered. Which option in the menu allows you to accomplish this?
Ans: The setting tab under the menu Data->Validation

25. What should you add before a fraction to avoid it as a date, e.g.1/3, in Excel?
Ans:

26. You start Microsoft Excel and you do not want it to automatically run a macro upon starting. What will you do?
Ans: Hold down the CTRL key during startup

27. How does the AutoComplete feature in Excel help you save time?
Ans: It automatically completes abbreviated words

28. The figure shows a view of the Standard Toolbar. What function is performed by the button marked by the letter Z?
Ans: It copies the formatting properties from one cell to another

29.The figure shows the AutoFit Selection menu option. What function does it perform?
Ans: : It automatically resizes the column height and width to the minimum necessary to fit the contents of the selected cell

30. The figure shows a view of the Standard Toolbar. What function is performed by the button marked by the letter A
Ans: It is used to add a hyperlink

31. Which of the following options would be used if you need to insert a 77889867810070809 number in a cell?
Ans: Apply the Text Format to empty cells, and then type the numbers

32. What is the quickest way to select all the columns on a worksheet?
Ans: Click on the gray rectangle on the upper left corner of the worksheet where the column headings and row headings meet

33. Suppose the value in cell A1 is John and B1 is Smith then which of the following function you will use to get the John_Smith in C1 cell?
Ans: A_B

34. How can you select all the blank cells in your worksheet?
Ans: This must be done manually as it is not automated through any built-in feature
 

35. The figure shows an Excel worksheet. If you want to F the row showing the months (row 1) and the column showing the products (column A), what should you do?Ans: Select the cell A1 and click on Freeze Panes under the menu Window->Freeze Panes

36. Which of the following functions would return a value of 8?
Ans: b and c

37. You select the row headings 10, 11 and 12 and then choose the menu option Insert->Rows. What will happen?
Ans: 3 new rows will be inserted after row 9

38. The figure shows a view of the Drawing Toolbar. What function is performed by the button marked by the letter X ?
Ans: It inserts a Diagram or Organization Chart in the worksheet

39.When using Document Workspaces, you cannot work directly on the Document Workspace copy, but you can work on your own copy which you can update periodically with changes that have been saved to the copy on the Document Workspace site.
Ans: TRUE

40. You have created a worksheet which consists of confidential data. You want that these values, although present in the worksheet, should remain hidden and as a result the cells containing this data should appear blank in the worksheet. Which method will help you do this?
Ans: Select the cells, open the Window menu and click on Hide

41. Which of the following Date and Time function you will use to return the serial number of the last day of the month before or after a specified number of months?
Ans: DATEVALUE

42. The figure shows a view of the Standard Toolbar. What function is performed by the button marked by the letter Y?
Ans: It adds up the values in the selected cells

43.Which of the following errors appears when an invalid argument is passed while converting a number from one number system to another system?
Ans: #N/A

44. Which of the following function you will use to find the highest number in a series of numbers?
Ans: MAX(B1:B3)

45. You have entered 4/6 as data in a cell without applying any formats to it. By default, Excel will treat this data entry as a:
Ans: Date]

46. What will be the output of the function IF(ISNA(MODE(B1:B4)),0,MODE(B1:B4)) when it is applied to the data series given below?
Ans: #N/A

47. AutoFilter drop-downs are automatically added in the header row of a list when the list is created.
Ans: TRUE

48. What does the NOW() function returns?
Ans: Returns the serial number of the current date and time

49. Which toolbar is shown in the figure?
Ans: Forms toolbar

50. When you clear the contents from a cell, the formatting of the cell is also lost.
Ans: FALSE

51. You define a print area in your worksheet, but later you select a smaller range of cells to print and then click Selection under the menu File->Print->Selection. What will happen?
Ans: b

52. figure shows a view of the Standard Toolbar. What function is performed by the button marked by the letter ‘Z’?
Ans: It copies the formatting properties from one cell to another

53. The multiplication arithmetic operator is represented by which of the following symbols
Ans: *

54. You can select the current row by pressing
Ans: Shift + Spacebar

55. Donelp you do this?
Ans: Select the cells, open the Window menu and click on Hide

56. The figure shows a view of the Standard Toolbar. What function is performed by the button marked by the letter Y
Ans: It adds up the values in the selected cells

57. You define a print area in your worksheet, but later you select a smaller range of cells to print and then click Selection under the menu File->Print->Print What->Selection. What will happen?
Ans: The selected area will be printed

58. By default, how is text horizontally aligned inside a cell in Excel?
Ans: Left aligned

59. When using the AutoFill handle to quickly fill a range of cells with the same or consecutive data, the cells need not be adjacent as long as they are within the same sheet.
Ans: False
 

60. When the AutoSum button is clicked, Excel first looks for a range of numbers above the active cell.Ans: True

61. A relative cell reference changes when a formula is copied or moved to other locations.
Ans: True
 
62. If cell entries are changed, the formula will automatically recalculate the values and insert the result in the cell containing the formula.
Ans: True

62. The Merge button on the Formatting toolbar will merge selected cells and right align data within the cells.
Ans: False

63. To move the insertion point down to the next cell, press:
Ans: Enter

64. The cell range A3 through G3 should be keyed in as:
Ans: A3:G3

65. A document created in Excel is referred to as a
Ans: workbook

67. Use this handle to automatically insert the next month in the series, January:
Ans: Fill

68. Which of these operators are in the correct order of operations?
Ans: ^,*,-

69. If the text you entered into a cell does not fit, Excel will display ##### to indicate that the text is too long
Ans: True

70. By default, data in a cell is centered
Ans: False

71. When a new row is added into an Excel worksheet, by default, this row will be inserted just below the active cell.
Ans: True

72. To insert a row, click Insert and then Rows
Ans: True
 

73. The Split option causes the worksheet to be split into two window panes.Ans: False

74. A column is inserted immediately to the left of the column containing the active cell unless you choose otherwise
Ans: True

75. To delete a specific cell as well as the text within it, make the cell active and then
Ans: click Edit and then Delete

76. Which of the following is an absolute cell reference
Ans: $B3

77. To select nonadjacent cells, columns, or rows, you must
Ans: hold down the Ctrl key while clicking column, row header, or specific cells

78. When copying selected cells to a new location, you must position the mouse pointer on any border around the selected cells until it turns into a(n)
Ans: arrow pointer

79. When data is linked, a change made in a linked cell is automatically made to other cells in the link.
Ans: True

80. Selected cells and cell contents can be moved or copied within a worksheet but not between worksheets.
Ans: False

81. Time in a cell in Excel is stored as a decimal fraction representing a portion of the day
Ans:True

82. The PMT function is used to calculate a loan payment based on a variable interest rate, payment, and the time period.
Ans: False

83. The gridlines that appear on your worksheet will print as displayed.
Ans: False

84. The FV function is used to calculate the future value of an investment based on a periodic constant payment and interest rate
Ans: True

85. To apply page numbering to a worksheet page, which option in the Page Setup dialog box should you choose
Ans: Header/Footer

86. If a function is included in an argument within a function, it is called a
Ans: Nested Function

87. If you want row and column headings to print, which tab do you click from the Page Setup dialog box?
Ans: Header/Footer

88. A new workbook initially contains this many sheets
Ans: Three

89. An Excel workbook saved in HTML format allows Internet or intranet users to have access to workbook data even if they do not have Excel installed
Ans: True

90. Once the chart is created, data can only be changed in a chart located in the same worksheet as the changed cells
Ans: False

91. Certain chart elements automatically inserted in a chart created by Chart Wizard include a chart legend, labels for the x-axis and y-axis, and a chart title
Ans: False

92. You can double-click a chart element to display the appropriate formatting dialog box.
Ans: True

93. You can change the size of an image by using the white sizing handles.
Ans: True

94. To make the image taller or shorter, use the middle sizing handle at the left or right side of the image.
Ans: False

95. Which of the following is not a tab on the Chart Options dialog box?
Ans: Patterns

96. This chart is the default chart
Ans: Column Chart

97.Which of the following displays the contents of the active cell?
Ans: Formula bar

98. A worksheet is an individual page or tab in the workbook.
Ans: True

99. You can copy cell formats from one cell to another by using the
Ans: Format Painter

 
 
Lets Start:-

1.   Which of the following can be termed as a good keyword selection and placement strategies?

Ans: a. targeting synonyms of the main keyword
d. Optimizing five or more keywords per page

 2.   What will happen if you type the words Certification-Networking in the Google search box?

Ans: Google will find all the web pages in which the words certification and networking  appear together

 3.   Google display up to _______ characters of a webpages Title Tag.

Ans: 66
   
 4.   Which is the function of indexer part of the Google search Engine?

Ans: It helps to retrieve web pages from the world wide wed

 5.   Which of the following statements about google techinical and quality guidlines is true?

Ans: Avoid using robot.txt to prevent crawling of search results pages or other auto- generated pages, even if they don’t add much value for users coming from the search engines.

 6.   What is the most likely time period required for getting a Google page rank?

Ans: More Than 3 months.

 7.   Which of the following is an ethical SEO Technique?

Ans: Non of the above.

 8.   What is Anchor Text?

Ans: it is the visible text that is hyper linked to another page

 9.   Google looks down upon paid links for enhancing page rank. If a website sells a links, what actions does Google recommend to avoid being penalized?

Ans: Paid links should be disclosed through index-nofollow attribute in the hyperlink

10.   what is the name of the search engine technology due to which a query for the word  ‘actor’ will also show search results for related words such as actress, acting or  act?

Ans: RSD (real time synonym detection)

11.   If you search for the term “iq test” in the word tracker keyword suggestion tool, will it return the number of independent searches for the term “iq” Yes or no?

Ans: no

12.   Which search engine technology prevents a website from appearing in numerous top positions in the search engine result pages?

Ans: clustering

13.   If a websites search engine saturation with respect to a particular search engine is 20%. What does it mean?

Ans: only 20% of the pages of the website will be indexed by the search engine

14.   Implementing a 301 permanent Redirects on the old pages to redirect to the new pages is a good idea from the SEO perspective. True or False?

Ans: True

15.   Which black hat SEO Technique is characterized by a method to deceive search engines, by detecting the search engine boot and “feeding” it with a different HTML actually served to users?

Ans: Cloaking

16.   Are Rss/Atom feeds returned in Google search results?

Ans: No

17.   All major search engines are case sensitive.

Ans: False

18.   Cloaking is a controversial SEO technique. What does it involve?

Ans: Offering a different set of web pages to the search engines.

19.   Which of the following statements is correct with regard to the description Meta tag?

Ans: Google uses the Meta description to generate the search engine results pages.

20.   Which of the following statements about the search engine optimization techniques are correct?

Ans: Websites with deep linking are looked at the favorably by search engines.

21.   Which of the following factors have an impact on the Google page rank?

Ans: the subject matter of the site providing the inbound link to a page of a web site

22.   If you enter “help site: http://www.arsbd.blogspot.com/” in the Google search box, what will Google search for?

Ans: It will find pages about help with-in http://arsbd.blogspot.com/.


23.   Which of the following website design guidelines have been recommended by Google?

Ans: Every page should be reachable from at least one static text link.

24.   Which of the following statements regarding website content are correct?

Ans: If you have two versions of a document on your website, Google recommends that you only allow the indexing of the better version.

25.   Which of the following statements about the RSS are correct?

Ans: It is a form of XML

26.   What is the main reason for the effectiveness of optimizing a WebPages towards a long tail keyword search?

Ans: there are fewer websites that have targeted such keywords.

27.   How are the site maps important for the search engine optimization process?

Ans: Site maps help the search engine spider pick up more pages from the website.

28.   Which of the following actions could get you banned by Google?

Ans: None of the above.

29.   Do search engines such as Google detect in natural linking patterns by checking the Class C ip address of the page where the link to the websites originates? Yes or no?

Ans: yes

30.   What is the term for optimization strategies that are in an unknown area of reputability/validity?

Ans: Silver hat techniques.

31.   What does the term keyword prominence refer to?

Ans: It refers to the fact that the keywords placed in important parts of a webpage are given priority by the search engines.

32.   Some words, when followed by a colon, have special meanings to yahoo. What is performed by the link: Operator?

a.    it shows all the outbound links from the url
b.   It shows how many pages of the site yahoo is pointing to
c.    It shows all the pages that point to that url (Ans)
d.   It show url’s with broken links

33.   Which blackhat Seo techniques is characterized by a method to decieve search engine, by detecting the search engine bot and “feeding” it with a different HTML code than the HTML actually served to users?

a.   Coaling
b.   Foisting
c.   Slighting
d.   Cloaking (Ans)

34.   Why is it bad idea from SEO perspective to host free articles and write ups that are very common on the internet?

a.    Because they will not lead to fresh traffic
b.   Because you could be penalize by search engine for using duplicate contents (Ans)
c.    Because you will not get the benefits of proper keyword targeting
d.   Because people could turn up claiming copyright infringement

35.   What will happen if you type the word ‘Certification-Networking’ in the Google search box?

a.    Google will find the web pages about “certification” and also containing the word “networking”
b.   Google will find ALL the web pages containing the word word “Certification” and “Networking”
c.    Google will find ALL the web pages in which the words “Certification” and “Networking” appear together. (Ans)
d.   Google will find the web pages about Certification that do not contain the word Networking
36.   Which of the following factors does Google take into account while accessing whether or not a website is an authority website?

a.    The frequency with which the contents of the website is updated
b.   the number of web pages containing relevant information on the main theme of the website
c.    The number of in-bound natural links related to the website’s theme (or keywords)(Ans)
d.   None of the above

37.   What is keyword density?

a.    The number of times the keyword is used / (divided by) the total word count on page – (minus) the total words in HTML on the page
b.   The number of times the keyword is used x (multiply by) the total word count on page.
c.    The number of times the keyword is used in the page description
d.   The number of times the keyword is used in the page title
e.    The number of times the keyword is used / (divided by) the total word count on the page. (Ans)

38.   Which of the following statement about FFA pages are true?

a.    They are greatly beneficial to SEO
b.   They are also called Link Farms (Ans)
c.    They are Paid Listings
d.   They contain numerous inbound links

39.   What is the illegal act of copying of a page by unauthorized parties in order to filter off traffic to another site called?

a.    Traffic jacking
b.   Visitors Jacking
c.    View Jacking
d.   Page Jacking (Ans)

40.   What is the most likely time period required for getting a google page ranking?

a.    1 week
b.   3 weeks
c.    1 month
d.   More than 3 months (Ans)

41.   Which of the following can be termed as a good keyword selection and placement strategies?

a.    Targeting synonyms of the main keyword (Ans) A & D
b.   Targeting the highest searched keywords only
c.    Copying competitor keywords
d.   Optimizing 5 or more keywords per page (check) (Ans

Popular Posts