ব্যাংক

http://www.hsbc.com.bd/
http://www.thecitybank.com/
http://www.ucbl.com/
http://www.uttarabank-bd.com/
http://www.dhakabank.info/
http://www.prime-bank.com/
http://www.dutchbanglabank.com/
http://www.basicbankbd.com/
http://www.bankasia-bd.com/
http://www.easternbank.com/
http://www.mblbd.com/
http://www.pubalibangla.com/
http://www.standardbankbd.com/
http://www.grameen-info.org/
http://www.standardchartered.com/bd/en/
http://www.agranibank.org/
http://www.janatabank-bd.com/
http://www.rupalibank.org/
http://www.abbankonline.com/
http://www.eximbd.com/
http://www.ificbankbd.com/
http://www.nblbd.com/
http://www.siblbd.com/
http://www.islamibankbd.com/home.php

 দৈনিক সংবাদপত্র

http://www.prothom-alo.com/
http://www.ittefaq.com/
http://www.dailyjanakantha.com/
http://www.bhorerkagoj.net/
http://www.nayadiganta.com/
http://www.shamokal.com/
http://www.dailysangram.com/
http://www.mzamin.com/
http://www.dailyinqilab.com/
http://www.amardesh.net/
http://www.thedailystar.net/
http://independent-bangladesh.com/
http://www.bangladeshobserveronline.com/
http://www.newagebd.com/
http://www.jaijaidin.com/
http://www.dailysangram.com/
http://www.anandabazar.com/
http://www.financialexpress-bd.com


 চাকুরী

http://www.bdjobs.com/
http://www.bdhotjobs.com/
http://wwwprothom-alojobs.com/

মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান

http://www.grameenphone.com/
http://www.waridtel.com.bd/
http://www.aktel.com/
http://www.citycell.com/
http://www.teletalk.com.bd/
http://www.banglalinkgsm.com/
http://www.rankstel.com/
http://www.bayphones.com/
http://www.onetelbd.com/
http://www.telecombangladesh.com/
http://www.djuice.com.bd/
http://www.nationalphone.net/

বাংলা নাটক ও সিনেমা

http://www.banglanatokdownload.com/
http://www.amarnatok.com/
http://shonarbangladesh.com/
http://bd-natok.com/
http://www.bd-serials.com/
http://banglamoviedownload.com/
http://www.banglanatokdownload.com/
http://www.aaloron.com/
গান

http://banglamusic.com/
http://www.mybanglamusic.com/
http://www.murchona.org/home/
http://www.bengaliguru.com/
http://www.banglasur.com/
http://www.gaanwala.com/
http://www.surerbhubone.com/
http://amarcalcutta.com/
http://www.bdmp3.com
http://www.song4world.com


আমার    পরান যাহা চায়
 
আমার    পরান যাহা চায় তুমি    তাই, তুমি তাই গো।
তোমা     ছাড়া আর এ জগতে মোর    কেহ নাই কিছু নাই গো॥
তুমি       সুখ যদি নাহি পাও,    যাও    সুখের সন্ধানে যাও--
আমি      তোমারে পেয়েছি হৃদয়মাঝে,    আর কিছু নাহি চাই গো॥
আমি      তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস,
          দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী,    দীর্ঘ বরষ মাস।
যদি      আর-কারে ভালোবাস,    যদি    আর ফিরে নাহি আস,
তবে,    তুমি যাহা চাও, তাই যেন পাও,    আমি যত দুখ পাই গো॥
 
 
কতদিন দেখিনি তোমায় 
 কথাঃ প্রণব রায় 
 সুরঃ কমল দাশগুপ্ত 
 কণ্ঠঃ মান্না দে
 
 ——————————
 
 কতদিন দেখিনি তোমায় 
 তবু মনে পড়ে তব মুখখানি 
 স্মৃতির মুকুরে মম আজ 
 তবু ছায়া পড়ে রানী
 কতদিন দেখিনি তোমায় 
 
 কত দিন তুমি নাই কাছে,
 তবু হৃদয়ের তৃষা জেগে আছে
 প্রিয় যবে দূরে চলে যায়
 সে যে আরও প্রিয় হয় জানি
 কতদিন দেখিনি তোমায় 
 তবু মনে পড়ে তব মুখখানি
 
 হয়ত তোমার দেশে আজ
 এসেছে মাধবী রাতি
 তুমি জোছনায় জাগিছো নিশি
 সাথে লয়ে নতুন সাথী
 
 হেথা মোর দীপ নেভা রাতে
 নিদ নাহি দুটি আঁখি পাতে
 প্রেম সে যে মরিচীকা হায়
 এ জীবনে এই শুধু মানি
 
 কতদিন দেখিনি তোমায় 
 তবু মনে পড়ে তব মুখখানি 
 স্মৃতির মুকুরে মম আজ 
 তবু ছায়া পড়ে রানী
 কতদিন দেখিনি তোমায় 
 
 
  
 



গান:- রোদেলা দুপুর
কথা :- মিথিলা
সুর ও সঙ্গীত :- তাহসান
কন্ঠ :- তাহসান ও মিথিলা

রোদেলা দুপুরে ক্লান্ত শরীরে
হেটে আসা বহুদূর
দুঃখকে ভুলে হাতে হাত তুলে
গেয়ে যাওয়া প্রিয় সুর ।
দূরে আরও দূরে হারিয়ে চলো
মেঘেদের ছায়া তলে
সুখে আরও সুখে তাকিয়ে দেখো
স্বপ্নেরা ডানা মেলে ।
চুপচাপ ঝুপ করে এমন রাতের শেষে
চুপচাপ ঘুমপরীদের দেশে
হঠাত্‍ সুখগুলো এলো স্বপ্ন দেশে ।


কেন এই নিঃসঙ্গতা
কথাঃ কবির বকুল
কন্ঠঃ পার্থ বড়ুয়া
সুরঃ পার্থ বড়ুয়া
ব্যান্ডঃ সোলস্

অ্যালবামঃ আজ দিন কাটুক গানে

——————————–

কেন এই নিঃসঙ্গতা
কেন এই মৌনতা
আমাকে ঘিরে
কেউ না জানুক কার কারনে
কেউ না জানুক কার স্বরণে
মন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে

স্বপ্ন গুলো অন্য কারো
ভুলগুলো আমারি
কান্নাগুলো থাক দু চোখে
কষ্ট আমারি
ভেবে নেব প্রেম আলেয়ার আধারি
কেউ না জানুক কোন বিরহে
দিন চলে যায় আজ কিভাবে
মন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে

ইচ্ছে গুলো থাক হৃদয়ে ব্যর্থতা আমারি
সুখ না হোক অন্যকারো দুঃখরা আমারি
ভুলে যাব মন কেন আজ ফেরারী
কেউ না জানুক কোন হতাশায়
দিন চলে যায় নিরবে হায়
মন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে

কেন এই নিঃসঙ্গতা
কেন এই মৌনতা
আমাকে ঘিরে
কেউ না জানুক কার কারনে
কেউ না জানুক কার স্বরণে
মন পিছু টানে

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে



 আমার অন্তর
কথাঃ হীমেল/নোপেল
কন্ঠঃ নোপেল/তমাল
সুরঃ হীমেল/নোপেল
ব্যান্ডঃ আঁধার
অ্যালবামঃ আঁধারে অপসরী

——————————–


আমার এ অন্তর চায়, শুধু যে তোমায়
দেখাবো কেমনে, বলনা তোমায়?
আমি শুধু ভালবাসি, তোমার ঐ
মুখের হাসির চাঁদ।

প্রথম যখন, দেখেছি আমি তোমায়
প্রতি রাতে ভাবি, শুধু যে তোমায়।
স্বপ্ন দেখি, আমি তোমাকে নিয়ে
তুমি হবে শুধু আমারই।

আমি শুধু ভালবাসি, তোমার ঐ
মুখের হাসির চাঁদ।

আমার এ অন্তর চায়, শুধু যে তোমায়
দেখাবো কেমনে, বলনা তোমায়?
আমি শুধু ভালবাসি, তোমার ঐ
মুখের হাসির চাঁদ।



  অ্যালবাম :- ভালোবাসি তোমায়
শিল্পী :- আরফিন রুমি ও পড়শী

তোমার চোখে আকাশ আমার
চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয়
তুমি আমার প্রিয়তমা ।
পথের শুরু থেকে শেষে
যাবো তোমায় ভালোবেসে
বুকে আছে তোমার জন্য
অনেক কথা জমা ।
ভালোবামি তোমায় কত
দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাজর
মনের রঙিন ফুলে ।
তোমায় দেখার শেষ হবে না
দুচোখ বুজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো
গভীর অনুরাগে ।



অ্যালবাম:-নীলাঞ্জনা
কথা :- জাহিদ আকবর
কন্ঠ- আরফিন রুমি ও পড়শী

পলকে পলকে কি যে হলো
দুটি হৃদয় ভেসে গেলো
পাজর ছুয়ে অবুঝ নদী
ঢেউয়ে ঢেউয়ে মাতিয়ে দিল
মনের ভেতর মন নামিয়ে স্বপ্নবুনি চলো ।।
একটা পলক তুমি হলে আড়াল
মনে হয় দেখি নাই অনন্তকাল
মনের ভেতর করে কেমন কেমন
রাত শেষে আসে না যেন সকাল
চলো দু’জন হৃদয় খুলে হয়ে যাই এলোমেলো ।।
মনটা ছুয়ে তুমি সুনীল আকাশ
সেখানে শুধু তোমার বসবাস
বুকের ভেতর তোমার আসন
জুড়ে আছো সবটা নিঃশ্বাস
তোমায় ছাড়া একজীবনে যায় কি বাচা বলো ।



 গান:- প্রথমা
কথা :- নুরুল মোমেন
সুর :- টিপু
সঙ্গীত :- পার্থ মজুমদার
কন্ঠ :- এস.আই.টুটুল

সবাই পড়েছে ঘুমিয়ে এ শহরে
তুমি কেন বিনিদ্র ওগো মেয়ে
চাদটা আকাশে যাচ্ছে নিরবে
তুমি জেগে আছো কোন কষ্ট নিয়ে ।
প্রথমা স্মৃতিগুলো মনে রেখো না
প্রথমা মেনে নাও নতুন ঠিকানা
প্রথমা এবার সাজাও নতুন বাসর
প্রথমা ভেঙে দাও সব কষ্টের আসর ।
তুমি নিরবে অশ্রু ঝরালে
অস্থিরতা আমায় আকড়ে ধরে
কথা দাও নিভৃতে আর কাদবে না
কথা দাও অতীতের কথা টানবে না ।
এখন ও কি রাতে স্বপ্ন কথাতে
মেতে উঠো তুমি ভালোবাসাতে
তুমি ঐ দুটি চোখে এনো না
মধ্যরাতের মতো নিরব থেকো না ।





অ্যালবাম:- হিট এলবাম থ্রি
কথা :-মারজুক রাসেল
সুর:-আরফিন রুমি
কন্ঠ:-আরফিন রুমিও ন্যান্সি

দোলনা একা একা দুলতে পারে না
তাকে দোলাতে হয় ।
তুমি দোলা দাও আর আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায় ।
চাদের নিজের আলো নেই
জানো সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায় ।
তুমি দোলা দাও আর আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায় ।
দোল খেতে খেতে চোখে এসে দেবে ঘুম
ঘুমের ভেতর কি যে হবে ভাবি
যাই হয় হোক তুমি দিও তাতে সায় ।
তুমি দোলা দাও আর আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায় ।


 গান :-সাধু
কথা :- শাহান কবন্ধ
সুর ও সঙ্গীত :- ফুয়াদ
কন্ঠ :- মিলা

বজ্র থামায় সাধু
আর ঘোমটা টানে মন
মন তরঙ্গের জোয়ার
তাতে ভেজে আরেকজন ।
অথৈই জলে সাঁতার জুড়িলাম
পুরান মাঝি জানিনা তার নাম ।
ও দরিয়ার সাম্পানওলা
এ নজরে আঁচড় ফালা ।
এলোমেলো পথে
জমাট সখের মেলা
ভুলের সাগর কুলে
সুখের বিদায়বেলা।
জাতের হিসাব ভুলে
বাড়ায়ে দিলাম হাত
দুপুর রোদে
নামতে দেখি রাত।
যতোশত কানন
তাতেও বিষাদ জল
তোমার হাতে পুষ্প
কষ্ট টলমল ।
এতো সুখের ঘরে
নজর পড়লো কার
গাঙ্গের মাঝে
হাতড়ে বেড়াই পাড় ।


মুভি :- কুসুমপুরের গল্প
গান :- সখি
কন্ঠ:- হাবিব ওয়াহিদ


সখি রইয়া রইয়া ,সইয়া সইয়া
থাকিতে আর পারি না
তুমি কেন দেখা দিলা
মন তো আমার মানে না।।
সখি রইয়া রইয়া ,সইয়া সইয়া
থাকিতে আর পারি না ।
ও হাসলে তুমি চান্দের গায়ে
পরে গো জোছনা
একনজরে চাইয়া তোমার
স্বাদ যে মিটে না ।।
শরমে মুখে ঢাইকা আচল
চোখে আড়াল হইয়ো না ।।
সখি রইয়া রইয়া ,সইয়া সইয়া
থাকিতে আর পারি না
তুমি কেন দেখা দিলা
মন তো আমার মানে না ।।
তোমার লাগি মন উতলা
দিন তো কাটে না
সারাবেলা উজান প্রেমে
ভাটা যে পড়ে না ।।
নিরলে তুমি আইসো কাছে
আমার প্রেমের ময়না ।
সখি রইয়া রইয়া ,সইয়া সইয়া
থাকিতে আর পারি না
তুমি কেন দেখা দিলা
মন তো আমার মানে না ।।



অ্যালবাম:-নীলাঞ্জনা
কথা :- জাহিদ আকবর
কন্ঠ- আরফিন রুমি ও পড়শী

পলকে পলকে কি যে হলো
দুটি হৃদয় ভেসে গেলো
পাজর ছুয়ে অবুঝ নদী
ঢেউয়ে ঢেউয়ে মাতিয়ে দিল
মনের ভেতর মন নামিয়ে স্বপ্নবুনি চলো ।।
একটা পলক তুমি হলে আড়াল
মনে হয় দেখি নাই অনন্তকাল
মনের ভেতর করে কেমন কেমন
রাত শেষে আসে না যেন সকাল
চলো দু’জন হৃদয় খুলে হয়ে যাই এলোমেলো ।।
মনটা ছুয়ে তুমি সুনীল আকাশ
সেখানে শুধু তোমার বসবাস
বুকের ভেতর তোমার আসন
জুড়ে আছো সবটা নিঃশ্বাস
তোমায় ছাড়া একজীবনে যায় কি বাচা বলো ।


কথা ও সুর : হাছন রাজা
নিশা লাগিলো রে
বাকা দুই নয়নে
নিশা লাগিলো রে

হাছন রাজা
পিয়ারির প্রেমে মজিলো রে ।।

ছটফট করে হাছন দেখিয়া চান্দ মুখ
হাছন জানের মুখ দেখি জনমের গেলো দুখ ।

হাছন জানের রূপটা দেখি ফাল ফাল দি উঠে
চিরাবারা হাছন রাজার বুকের মাঝে ফুটে ।


 

Rup Sagore …( রূপ সাগরে )


কথা ও সুর : হাছন রাজা
রূপ সাগরে ঝলক মারিয়া
কি রূপ তুই দেখালি মোরে
একবার এসে প্রাণরে বন্ধু
দেখা দাও মোরে
প্রাণ বন্ধুরে
একবার এসে প্রাণরে বন্ধু
দেখা দাও মোরে
রূপ সাগরে ঝলক মারিয়া
পাগল করলি আমারে ।

এ কি বন্ধু তোমার এ নীতি
দেশ বিদেশে মন দিয়া
বন্ধু কররে পিরিতি
সেই পিরিতি যারে ধরে
অন্তর পুইড়া ছাই করে ।

একি তোমার প্রেমেরই ধারা
আশায় আশায় মন দিয়া
বন্ধু না দিলা সাড়া
চিত্তের আগুন জ্বলিয়া উঠে
কি দিয়া নিভাই তারে ।



আগুন লাগাইয়া দিলো




আগুন লাগাইয়া দিলো কনে

হাছন রাজার মনে ।

নিভে নার উনো আগুন

জ্বলে দিলো জানে ।



ধপ ধপ করি উঠলো আগুন

ধইলো আমার প্রাণে

সুরমা নদীর জল দিলে

নিভে না সে কেনে ।



লাগাইলো লাগাইলো আগুন

আমার মনমোহনে ,

বাচিনা গো বাচি না গো

প্রাণ বন্ধু বিহনে ।



জ্বলিয়া জ্বলিয়া যায়রে আগুন

কিসে নাই মানে ,

বুঝিয়া দ্যাখরে হাছন রাজা

ধইলো না তোর ধনে ।

স্মৃতিচারণ 

এলবাম :- দ্যা হিট এলবাম
গান:- স্মৃতিচারণ
কথা :- শাহান কবন্ধ
সুর ও সঙ্গীত :- ফুয়াদ
কন্ঠ :- আলিফ

অগোচরে হয়তো আমাকেও
সে অতীত প্রসারিত করবে
জেগে থাকা সবগুলো সন্ধ্যাবেলা
কাটিয়ে বৃষ্টির গায়ে ভেজাবে ।

জ্বেলেছিলো শুধু এ ভালোবাসা
নিরবে সহসা এক হৃদয়
তবু দেখি আলোড়ন অতিশয়
নিরুপন ছুটি যায় ভীরু পায় ।

পথ শেষে বহু পথ থেমে আছে একাকী
কাছে দূরে বহুজন হেটে চলে অজানায়
দেখছে তা ক জন
আজ ভাবি তা বৃথা কেটেছে বর্ষা
যতো বেশী নিরবে
ভালোবাসা মিশে অনুভূতি বাড়লো পরিমিত সময়ে ।



আমার বুকের মধ্যেখানে



শিল্পী -: এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী

কথা ও সুর :- আহমেদ ইমতিয়াজ বুলবুল


আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে
সেখানে তোমাকে আমি
রেখেছি কত না যতনে।।


তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর
ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর
তোমার কত ভালোবাসি
বোঝাব বোঝাব কেমনে।।


সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়
তেমনি করে আমার এ মন
তোমায় পেতে চায়
তুমি আমার জীবন তরী
তুমি আমার আলো নয়নে।।

সোনা বউ 



অ্যালবাম:- সাদামাটা
সুর ও সংগীত :- আরেফিন রুমি
শিল্পী- কাজী শুভ

সোনা বউ শুনছনি গো, সোনা বউ শুনছনি,
নিতে আইলে নাইওর যাইবানি?

ও বউ গো বউ, সাড়ে তিন হাত মাটির ঘরে,
বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী,
নাই বিছানা, নাই মশারী, সঙ্গে নাই তোর সোয়ামী, নিতে আইলে নাইওর যাইবা নি…

ও বউ গো বউ, ছেড়ে গেলে আত্মা জামাই,
মাটির দেহের কিসের বড়াই, ফাঁকা দেহের বিচার করবে কে?
আত্মার সাথে তোর পিরিতি দেওয়ানে কয় ও সজনী, নিতে আইলে নাইওর যাইবা নি…

সোনা বউ শুনছনি গো, সোনা বউ শুনছনি,
নিতে আইলে নাইওর যাইবানি?


তুমি আমার এমনি একজন



তুমি আমার এমনি একজন

যারে এক জনমে ভালোবেসে

ভরবে না এ মন



এক জনমের ভালোবাসা

এক জনমের কাছে আসা

একটু চোখের পলক পড়তে

লাগে যতক্ষণ



ভালোবাসার সাগর তুমি

বুকে অথৈ জল

তবু পিপাসাতে আঁখি

হয়রে ছলছল



আমার মিলনে বুঝি গো জীবন

বিরহে মরণ

প্রাণের প্রদীপ হয়ে তুমি

জ্বলছ নিশিদিন



কোন মোহরে শোধ হবে গো

এত বড় ঋণ

আমার ভালোবাসার ফুলে তোমার

ভরাবো চরণ



Sokhi (সখি )


মুভি :- কুসুমপুরের গল্প
গান :- সখি
কন্ঠ:- হাবিব ওয়াহিদ

সখি রইয়া রইয়া ,সইয়া সইয়া
থাকিতে আর পারি না
তুমি কেন দেখা দিলা
মন তো আমার মানে না।।

সখি রইয়া রইয়া ,সইয়া সইয়া
থাকিতে আর পারি না ।

ও হাসলে তুমি চান্দের গায়ে
পরে গো জোছনা
একনজরে চাইয়া তোমার
স্বাদ যে মিটে না ।।

শরমে মুখে ঢাইকা আচল
চোখে আড়াল হইয়ো না ।।

সখি রইয়া রইয়া ,সইয়া সইয়া
থাকিতে আর পারি না
তুমি কেন দেখা দিলা
মন তো আমার মানে না ।।

তোমার লাগি মন উতলা
দিন তো কাটে না
সারাবেলা উজান প্রেমে
ভাটা যে পড়ে না ।।

নিরলে তুমি আইসো কাছে
আমার প্রেমের ময়না ।

সখি রইয়া রইয়া ,সইয়া সইয়া
থাকিতে আর পারি না
তুমি কেন দেখা দিলা
মন তো আমার মানে না ।।

মন ভালো নেই



এলবাম :- দ্যা হিট এলবাম
গান:- মন ভালো নেই
কথা ও সুর :- তপু
সঙ্গীত :- ফুয়াদ
কন্ঠ :- তপু

মন ভালো নেই বলনা কিছুতেই
তবু বুঝে নেবে কে আছে
দেখো কেউ কাছে নেই
তবু তুমি এগুবেই
ভাঙ্গা পথ সাথী কে হবে ।

যদি কখনও আমায় মনে পড়ে যায়
খোল দুয়ার আকাশে আমি তারাময়
যদি কখন ও ছুয়ে দিতে ইচ্ছা হয়
সাগর হয়ে আজ জড়াবো তোমায় ।

কে বল কে দেখাবে পথ তোমাকে
যদি যাও হারিয়ে এ শহরে
হাওয়াতে এলো চুল মুখে এসে পড়ে
যদি না থাকে তায় কে সরাবে

মনের একলা ঘরে


অ্যালবাম:- ভালোবাসি তোমায়
গান: মনের একলা ঘরে
কন্ঠ:- আরফিন রুমি

মন রাখো পাজরে সীমাহীন আদরে
চোখ আদরে গভীরে ভালোবাসা নজরে ।
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
মনের একলা ঘরে ।

চোখেরই জোছনা দিয়ে সরাও যত আধার
ভাসিয়ে দূরের মেঘে নিয়ে যাও ইচ্ছে তোমার ।
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
সারাজনম ধরে
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
মনের একলা ঘরে ।

বুকেরই ছাউনি দিয়ে রাখবো মনের ভেতর
যেও না দূরে চলে কাদিয়ে আমায় অঝর ।
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
সারাজনম ধরে
যতনে রাখিবো জড়িয়ে থাকিবো
মনের একলা ঘরে ।



দ্বিতীয় ভালোবাসা
কন্ঠঃ শান
সুরঃ আরফিন রুমী
সংগীতঃ আরফিন রুমী
মুভিঃ ছায়া-ছবি

——————————

If I go for second love
tell me would you accept me
যদি হয় এ আমার দ্বিতীয় ভালোবাসা
যদি হয় এই আমার দ্বিতীয় প্রেমের ভাষা

তুমি কি করবে ক্ষমা?
ও আমার প্রিয়তমা
তুমি কি করবে ক্ষমা?
ও আমার প্রিয়তমা।

If I go for second love
tell me would you accept me

যদি হয় এই আমার দ্বিতীয় স্বপ্ন দেখা
যদি হয় দ্বিতীয় কাউকে এসএমএস লেখা
অনুশোচনার কারাগার থেকে
তুমি কি নিবে ডেকে হাসি মুখে?
নাকি সত্য বলার অপরাধে
মৃত্যুর ব্যাংকে দিবে জমা?

তুমি কি করবে ক্ষমা?
ও আমার প্রিয়তমা
তুমি কি করবে ক্ষমা?
ও আমার প্রিয়তমা।

যদি হয় বারবার ভালবাসা কোনো পাপ
যদি হয় এই আমার কাউকে পাঠানো দ্বিতীয় গোলাপ
তুমি সব কিছু কি মেনে নিবে?
না কি ভন্ড প্রতারক অপবাদ দিবে?
আমি কেমন করে বল নিশ্চিন্ত হই অনুপমা।

তুমি কি করবে ক্ষমা?
ও আমার প্রিয়তমা
তুমি কি করবে ক্ষমা?
ও আমার প্রিয়তমা।


স্পর্শের বাইরে তুমি
কথাঃ ওমর ফারুক
কন্ঠঃ তাহসান/ এলিটা
সঙ্গীতায়োজনঃ তাহসান
নাটকঃ স্পর্শের বাইরে তুমি
——————————

ফ্রেমে বন্দী কোন ক্যামেরায়
গ্রীষ্মের পড়ন্ত বিকেল তুমি
অথবা বর্ষার আকাশে মেঘের আলোতে
লুকিয়ে থাকা ঐ রোঁদ তুমি
তোমার ঐ মৃদকালো চোখের ভাষা
মাতাল করা হাসি আর ভেঁজা চুলে
গোলাপি ঐ ঠোঁটের বেলকনিতে
রংতুলিতে আঁকা আমার অবসর বিকেল
সব তুলনার ঊর্ধ্বে তুমি
আজও তোমার স্পর্শ লোভে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার অপেক্ষাতে
টুকরো কিছু ভাগ্যে স্বপ্নে অমর
মাঝখানে অদৃশ্য দেয়াল
খুঁজেফিরি তোমায় কোন মায়ায়
হারিয়ে যেন উপহাসে
হারিয়ে সেই সকাল
হারিয়ে সেই বিকেল
বৃষ্টি ভেঁজা দুপুর, অলস মেঘ রোদ্দুর
আসবে না জানি ফিরে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার অপেক্ষাতে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার স্পর্শ লোভে

কোন এক স্বপ্ন সুখের গল্পের রানী হয়ে
কোন এক আঁধার রাতের জোনাক তুমি হয়ে
তুমি যেন সব অপূর্ণতার পূর্ণ হয়ে
এতো কাছে থেকেও কেন স্পর্শের বাইরে

খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার অপেক্ষাতে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার স্পর্শ লোভে




ফেরারী সময়
কন্ঠঃ বাপ্পা মজুমদার
অ্যালবামঃ আকাশচুরি
ব্যান্ডঃ দলছুট

——————————

ফেরারী সময় ফেরে নাতো ঘরে
তোমারই মত সে থেকে যায় দূরে দূরে
থেকে যায় দূরে দূরে
ফেরারী সময় ফেরারী সময়(২)

ফেরারী তুমি আসো না ফিরে
ছাদেয়াল ঘুড়ি কার আকাশে ওড়ে(২)
তোমারই মত সে থেকে যায় দূরে দূরে
থেকে যায় দূরে দূরে
ফেরারী সময় ফেরারী সময়

চির চাওয়া চাঁদ থাকে চির দূরে
জোছনা ফেরারী আসে না দুয়ারে(২)
তোমারই মত সে থেকে যায় দূরে দূরে
থেকে যায় দূরে দূরে
ফেরারী সময় ফেরারী সময়

ফেরারী সময় ফেরে নাতো ঘরে
তোমারই মত সে থেকে যায় দূরে দূরে
ফেরারী সময় ফেরারী সময়



 অনেক আশা নিয়ে
কন্ঠঃ তুহীন
কথাঃ জিয়া
সুরঃ জিয়া
অ্যালবামঃ ইচ্ছে ঘুড়ি

——————————

অনেক সবুজের প্রান্তে তুমি থাকো একাকী
আমি ধূসর, ধূসর হয়ে জেগে থাকি।
অনেক মানুষের ভীড়েও তুমি থাকো একাকী
আমি অনেক আশা নিয়ে বসে থাকি।
হেরে যেতে যেতে যদি থমকে,
এক নিঃশ্বাসে সব পেরিয়ে
রোদ ঝলমলে এক দুপুরে,
যদি ঘুম সব ঘুম ভেঙে যায়
আমি অনেক আশা নিয়ে জেগে থাকি।

দরজার বাইরে রঙীন পৃথিবী,
ধূলো ধূলোমাখা দাঁড়িয়ে আছে
ঝড়ের আশায় তোমার শহরে,
শিরোনামহীন ফুটপাত ঘুমিয়ে গেছে।
একদিন এই ঝড়, তোমার এই শহরে,
ভেজায় যায় সব জানালা তবু আমি বসে আছি।
অনেক মানুষের ভীড়েও তুমি থাকো একাকী।
আমি অনেক আশা নিয়ে জেগে থাকি।


 কিছু কিছু
কথাঃ ইফতেখার আহমেদ ফাহমি
কন্ঠঃ তরুন
টেলিফিল্মঃ আমাদের গল্প

——————————

কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।
কিছু কিছু এসএমএস পরে আর হাসবে না এই মন।
কোন কোন ঠিকানায় লিখবোনা কোন চিঠি,
কোন কোন গলিতে করবে না মন হাটাহাঁটি।
কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।

খুঁজবো না আমি, খুঁজবেনা মন
খুঁজবেনা এই চারপাশ
কখনো রঙিন কখনো ধূসর কখনো নীল আকাশ
জেনেছি আমি জেনেছে মন জেনেছে এই চারপাশ
যাবেনা ফেরানো তবু ফেরানো মিলছে আশ্বাস
অনেক আড্ডায় অনেক হাঁসিতে হয়না খোঁজা সেই মন
হারানোর বেদনায় পিছে ফেলে সমসাময়িক সুখ
অনেক একায় অনেক ভিড়ে তোকেই খুজে ফিরি
একটু দাঁড়া আসছি আমি না হয় হচ্ছে একটু দেরি

কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।
কিছু কিছু এসএমএস পরে আর হাসবে না এই মন।
কোন কোন ঠিকানায় লিখবোনা কোন চিঠি,
কোন কোন গলিতে করবে না মন হাটাহাঁটি।
কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।



 আমার আকাশ পুরোটাই
কন্ঠঃ লুৎফর হাসান
কথাঃ সোমেশ্বর অলি
সুরঃ লুৎফর হাসান
অ্যালবামঃ আমার আকাশ পুরোটাই (ঘুড়ি-২)

————————–

পাশে ছিলাম তাই,
বাতাসে খুঁজে বেড়াই,
দিন বদল হলো,
কে তবে জয়ী বলো,
প্রশ্ন রেখেছিলাম, উত্তরও দিয়ে গেলাম,
আগে পরে আর কিছু নাই

তুমি আমার ঘুড়ি,
আমার হাতের নাটাই,
যেখানেই উড়ে বেড়াও,
আমার আকাশ পুরোটাই (২)

তোমার দোটানা ছেড়ে
গড়েছি শুন্যে বাড়ি,
কি ভেবে যাই হেরে
তোমার পূর্নতা সেতো আমারই
আমি অতীত ভুলিনি
কাঁদা জল মুছিনি,
ক্ষত দাগে চুমু রেখে যাই

তুমি আমার ঘুড়ি,
আমার হাতের নাটাই,
যেখানেই উড়ে বেড়াও,
আমার আকাশ পুরোটাই (২)

তোমার মন নিয়ে বাজি
ধরেছি মিথ্যে জোরে,
নিয়ে এসো বৃষ্টি আজই
আমার প্রার্থনা সত্যি করে
স্বর্গ খুঁজে দেখিনি
লাল লাল চোখ বুজিনি,
প্রিয় নামে জেল খেটে যাই

তুমি আমার ঘুড়ি,
আমার হাতের নাটাই,
যেখানেই উড়ে বেড়াও,
আমার আকাশ পুরোটাই (২)




 চলো না হই উদাসি
কন্ঠঃ ওয়াকিল
অ্যালবামঃ Shomi ft. Project 365

————————–

আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি(২)
চলো না হই উদাসি

বন্ধুর ও বাড়ির জালালী কবুতর
আমার ও বাড়ি আসে রে(২)
কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম
কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম
খায় আর, খায় আর, খায় আর বাক বাকুম করে লো কিশোরী।
চলো না হই উদাসি
আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি
চলো না হই উদাসি

আঙ্গুল ও কাটিয়া কলম ও বানাইলাম,
নয়নের জল করলাম কালি রে(২)
হৃদয় ও চিড়িয়া লিখন ও লিখিয়া,
হৃদয় ও চিড়িয়া লিখন ও লিখিয়া,
পাঠাইলাম,পাঠাইলাম,পাঠাইলাম সোনা বন্ধুর নামে লো কিশোরী।
চলো না হই উদাসি
আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি(২)
চলো না হই উদাসি





স্কুল পলাতক মেয়ে
কন্ঠঃ আহমেদ ফজল করিম
কথাঃ আহমেদ ফজল করিম
ব্যান্ডঃ নোভা
অ্যালবামঃ স্কুল পলাতক মেয়ে

—————————–


রেশমী চূড়ি হাতে এলোমেলো চুল
স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল
দুরু দুরু কাঁপে বুক যদি দেখে হায়
এভাবে কি তার সাথে প্রেম করা যায়
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি

রোদে জ্বলা শিউলী তলায় ও হায়
তোমারি পথ চেয়ে দিন কেটেছে
এই চোখ যত দূরে দৃষ্টি মেলায়
শুধু দুচোখ তোমাকে খুজেছে(২)
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি

রোজ তুমি স্কুল পলায়ে পলায়
হাত দুটি ধরে মোর খুচো দিয়ে বলতে
স্কুল ব্যাগ ছুড়ে ফেলে দিয়ে সুদূর
গীটার গীটারে ঝড় তুলতে(২)
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি

রেশমী চূড়ি হাতে এলোমেলো চুল
স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল
দুরু দুরু কাঁপে বুক যদি দেখে হায়
এভাবে কি তার সাথে প্রেম করা যায়
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি

স্কুল পলাতক মেয়ে............



খাজনা
কন্ঠঃ শারমিন সুলতানা সুমী
ব্যান্ডঃ চিরকুট
অ্যালবামঃ চিরকুটনামা

——————————–

আমি খাজনা দেবো নাহ নাহ
তুমি বাজনা বাজাও
দেখি কতো পারো

বুকের খাঁজে মনের ভাজে
সৈন্য পাঠাও আরো
আমার রাজ্যে আমি রাজা
আমি সর্বময়
ভালোবাসার বুলেট বোমা
আমার জন্য নয়
আমার জন্য নয়

আমি খাজনা দেবো নাহ নাহ
তুমি বাজনা বাজাও
দেখি কতো পারো

ওগো ক্ষেপা ঢেউয়ের নাবিক
ওগো মেঘের আকাশচারী
সত্যি করে বলো দেখি
তোমার কথা না ট্যাঙ্ক লড়ি
কেমন তোমার যুদ্ধনীতি
কেমন বাজারদর
আমার ওপর চাপিয়ে দিলে ভালোবাসার কর।

আমি খাজনা দেবো নাহ নাহ
তুমি বাজনা বাজাও
দেখি কতো পারো।

ওগো কানা গলির পথিক
ওগো আলোর পাগল পারা
আমার আছে জোনাক পোকা
আর আলোর পাহারা
আমার আছে সুরের মন্ত্র বাঁশি দোতারা

স্বপ্ন বোঝাই যুদ্ধ জাহাজ
রেখেছি প্রস্তুত
প্রতিরোধের কামান
দাগবে আমার শান্তিদূত।

আমি খাজনা দেবো নাহ নাহ
তুমি বাজনা বাজাও
দেখি কতো পারো



 কেউ প্রেম করে
কন্ঠঃ এস আই টুটুল
মুভিঃ ব্যাচেলর

——————————–

কেউ প্রেম করে,
কেউ প্রেমে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।

কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।

আগেতো হয়নি এমন,
মন করে কেমন কেমন
ইচ্ছেরা যে উড়াল মারে,
কোথায় বারে বারে।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।

স্বপ্ন দেখি একা আমি,
হায়রে আজব পাগলামি
আমার হয়ে গেল কী যে,
উলট পালট আমি নিজে।

কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।



  সত্যি বলছি
কন্ঠঃ জয় শাহরিয়ার
কথাঃ জয় শাহরিয়ার
সুরঃ জয় শাহরিয়ার
অ্যালবামঃ সত্যি বলছি

————————————–

সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না।
সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না,
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না।
এখন তোমার জন্য আমার কোন সময় নেই,
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই।
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই।
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না।

এখন আমার সঙ্গী আকাশ, রাতের ধ্রুবতারা,
বৃষ্টি সঙ্গী করে ভালো, আছি তোমায় ছাড়া।(২)
সময় পেলে উদাস মনে দেখি জোছনা,
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না।
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না।

এখন আমার সঙ্গী গিটার, সুরের ডানা মেলা
ইচ্ছে সঙ্গী করে ভালো, আছি তোমায় ছাড়া।(২)
সময় পেলে উদাস মনে দেখি জোছনা,
তোমায় নিয়ে মিছেমিছি স্বপ্ন দেখি না
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না।
সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না,
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না।
এখন তোমার জন্য আমার কোন সময় নেই,
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই।
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই।
 



 নূপুর
কথাঃ তপু
কন্ঠঃ তপু
ব্যান্ডঃ যাত্রী
অ্যালবামঃ স্বপ্নচূড়া

————————————–

এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?

বলবো না আকাশের চাঁদ এনে দেবো
বলবো না তুমি রাজকন্যা
শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি
হোক যত ঝড় বন্যা
এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?

নয় মিছে আশা নয় শুধু ভালবাসা
নই অকারন প্রেমে অন্ধ
জানি তুমি আমি আমাদের তরী
আজব এক বন্ধুত্ব
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো
চাঁদের আলো আজ যদি ভাল লাগে
কালো হয়ে যায় ঝাপসা
আমার এ তরী যদি চলে যায়
ফিরে আর আসবে না
যত ভালবাস তারে
দূরে রয়ে যাবে
তা কি তুমি জানো না?

এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?..........




 

01. Question: What happens when a contract ends?
Answer: e.   All of the above

02. Question: Which of the following are TRUE about the oDesk dispute process?
Answer: e.  All of the above
03. Question: Which of the following is FALSE about weekly limits on hourly contracts?
Answer: c. The weekly limit can be changed by the contractor
04. Question: Can I start my own agency on oDesk?
Answer: a.  Yes! You can create an agency and earn money by selling the services
of your agency contractors.

05. Question: Which of the following are TRUE about your oDesk Work Diary?
Answer: e.  All of the above
06. Question: Which of the following are required to qualify for guaranteed payment?
Answer: e. All of the above

07. Question: Which of the following actions are NOT allowed when applying to job postings?
Answer: e.  All of the above

08.Question: Which of the following are NOT permitted on oDesk?
Answer: e.  All of the above

09. Question: Which of the following is TRUE about fixed-price contracts?
Answer: b.  How much to pay and when to pay is at the employer’s discretion)

10. Question: Which of the following statements about oDesk fees is FALSE?
Answer: d.  The oDesk fee is $2/hour for hourly contracts

11. Question: The oDesk Team application Time Tracker records which of the following
Answer: e.  All of the above

 

--------------------------------------------------------

 

Microsoft Word 2003 Latest Answer 2013


Where is the Mail Merge feature located in the main menu?
a. In the Table menu
b. In the Window menu
c. In the Format menu
d. In the Edit menu
e. In the Tools menu
What does the CTRL+I shortcut accomplish in Word 2003?
a. It converts the selected text into the next larger size of the same font.
b. It adds a line break to the document.
c. It makes the selected text bold.
d. It applies italic formatting to the selected text.
e. Picture toolbar
The Given Figure Shows Reviewing toolbar. What function is performed by the button marked by the letter X?
a. It allows you to jump to sections in a document.
b. It allows you to insert comments in a document.
c. It allows you to highlight the selected text or graphic in a document.
d. It allows you to track changes in a document.
Can you change the background picture of a Word 2003 Theme that has been applied to a page?
a. Yes
b. No
How can you create a box around the text that is placed on a web page, as shown in the figure?
a. Place the text in a table and give the table a boundary.
b. Choose the "Box" option under the menu Format > Borders and Shading > Borders.
c. Right-click on the selected text and choose "add boundary" in the text properties.
d. Draw a rectangle around the text using the rectangle drawing tool.
Why are footnotes and endnotes used in printed documents?
a. To mention the page number at the bottom of the page.
b. To mention the current date and the date the document was created.
c. To explain, comment on, or provide references for text in a document.
d. To add html links that can link the document to a web page.
How can you make letters bold?
a. By clicking on the Bold icon in the formatting toolbar.
b. By Pressing ALT+B.
c. By Pressing CTRL+B.
d. By highlighting the desired text and choosing the AutoCorrect function in the Tools menu.
You can add headers and footers to a document from the menu View > Header and Footer. Why are headers and footers used in a document?
a. To enhance the overall appearance of the document.
b. To mark the starting and ending of a page.
c. To make large documents more readable.
d. To allow page headers and footers to appear on the document when it is printed.
e. To allow page headers and footers to appear on a web page when it is previewed in a browser.
The figure shows the Character Spacing tab options under the menu Format > Fonts. The Scale has been set at 200%. What effect does this have on the text?
a. The spacing between the characters in the text increases by 200%.
b. The spacing between the characters in the text decreases by 200%.
c. The font size of the characters in the text increases by 200%.
d. The characters in the text are stretched horizontally by 200%.
e. The characters in the text are stretched vertically by 200%.
State whether the following statement is True or False.

It is possible to add custom words to the dictionary that Word 2003 uses to check spelling errors in document.
a. True
b. False
How can the Drawing toolbar be displayed in Word 2003?
a. From the Insert menu, point to Picture and then click Draw.
b. From the View menu, point to Toolbars, and then click Drawing.
c. From the Window menu, point to New Window and click Drawing.
d. Press ALT and then SHIFT+F10.
e. Press ALT and then SHIFT+F7.
The figure shows the Size tab options available from the Format > Picture menu. The "Lock aspect ratio" box is checked. Which of the following statements is true about the "Lock aspect ratio" setting?
a. You should select this box if you want to preserve the height-to-width proportions.
b. If you select this box and then enter a pixel value in either the Width or Height box, Word 2003 will automatically change the value in the other box to preserve the graphic's proportions.
c. You can stretch the image to any extent if you do not select this option.
d. Checking this option helps keep the image size the same when you stretch or reduce the image.
In documents having many paragraphs, the appearance of the documents can be improved by increasing the spacing between paragraphs. Where in Word, is the built-in option that allows you to add such space?
a. Click on Insert > Paragraph; go to the Spacing section and change the "Before" and "After" fields.
b. Click on Format > Paragraph; go to the Spacing section and change the "Before" and "After" fields.
c. Click on Format > Theme; go to the Spacing section and change the "Before" and "After" fields.
d. Press ALT+X; click on the Spacing menu; change the line spacing measurements.
What is a page break in Word 2003?
a. An instruction to the printer to print a new page.
b. The point at which one page ends and another page begins.
c. It refers to dividing a page into two parts vertically.
d. It refers to dividing a page into two parts horizontally.
e. It refers to Word 2003 automatically breaking the continuity of a block of text by adding headers, bold faced characters and breaking the text into new paragraphs.
Which feature of Word 2003 allows you to use information from two different files for the quick creation of personal correspondence and other documents like interview letters and invitations?
a. AutoComplete
b. AutoSummarize
c. Mail Merge
d. Web Mail
e. Mail Manager
f. File Mail Manager
Can you give a 3-D (3-Dimensional) effect to your text and graphics using Word 2003?
a. Yes
b. No
The figure shows the Margins tab under the File > Page Setup menu. The gutter margin has been set at 0.1". What is a gutter margin?
a. Some extra space added to the right margin of the page required for cutting the page into even sizes at the time of binding.
b. Some extra space added to the left margin of the page required for binding the document.
c. A maximum limit set for editing the left margin so that it is not decreased beyond a certain limit.
d. A maximum limit set for editing the right margin so that it is not increased beyond a certain limit.
e. A bottom margin set for all pages that are required for footnotes.
The figure shows the print options under the menu File > Print. The "Print data only for forms" option is unchecked (not been selected). What does this mean?
a. It allows for printing of the complete online form along with the data in the form.
b. It allows for printing of the online form only along with its data, and does not print anything else on the document.
c. It allows for printing of the data in an online form as a table. Each entry in the form is printed as a row in the table.
d. It allows for printing of the data entered into an online form without printing the online form.
When you right-click on a cell of a table drawn in a Word 2003 document, you can see the properties and options as shown in the figure. The Split Cells option has been highlighted in the figure. What is the function of this option?
a. It divides an existing cell horizontally into 2 equal cells.
b. It divides an existing cell vertically into 2 equal cells.
c. It allows you to divide an existing cell of a table into more rows and columns.
d. It allows you to merge 2 or more existing cells with one another.
State whether True or False
You create a table in Word 2003 and enter some values in various cells and save the document. Later, you decide to delete the table. If you directly try to delete the table, Word 2003 will first prompt you to delete the various values in the cells.
a. True
b. False
What does the CTRL+U shortcut accomplish in Word 2003?
a. It underlines the selected word.
b. It converts the selected word to uppercase.
c. It undelete the last deleted word.
d. It undoes the last action performed in Word 2003.
Which of the following bitmap (raster) file formats has the lowest resolution (only 8 bits per pixel)?
a. JPG
b. TIFF  
c. GIF
d. PNG
e. BMP
Which Task Pane of Word 2003 is shown in the given figure?
a. XML Structure task pane
b. Protect Document task pane
c. Shared Workspace task pane
d. IRM task pane
A paragraph can be made to stand out from the rest of the document by giving it a border or shading. How can you give a (selected) paragraph a special shade?
a. Select Format > Borders and Shading. Select the Page Border tab. Select the Color and click OK.
b. Select View > Borders and Shading. Select the Coloring tab. Select the Color and click OK.
c. Select Format > Borders and Shading. Select the Shading tab. Select the Color and click OK.
d. Select Insert > Borders and Shading; Select Shading tab. Select the Color you want to shade the paragraph with and Click OK.
Which Word 2003 toolbar is shown in the figure?
a. Forms toolbar
b. Formatting toolbar
c. Autotext toolbar
d. Tables and Borders
e. Database toolbar
f. Drawing toolbar
Which function key will allow you to check the spelling of the complete document if you have not changed the shortcut key's settings?
a. F1
b. F2
c. F3
d. F4
e. F5
f. F6
g. F7
h. F9
The figure shows the Save As dialog box under the File menu. The Save As Type has been specified as XML Document and the Apply transform option has been checked (selected). What does this mean?
a. It allows you to attach a custom schema to apply custom XML tags and discard Word formatting, saving only the custom data.
b. It allows you to save XML files automatically while working.
c. It allows you to change the author name for that XML file.
d. You can apply XSLT when you save an XML document by selecting the Apply transform check box and browsing to the XSLT file.
Which of the following short cuts will open an existing file?
a. CTRL+N
b. CTRL+A
c. ALT+X
d. CTRL+O
e. ALT+SHIFT+N
Your document consists of ten pages. You would like to print page 1, page 2, page 4, page 5, page 7, page 8, page 9, and page 10. Which of the following are valid page ranges that you can specify at the time of printing the document?
a. 1,2,4,5,7-10
b. 1-2,4-5,7-10
c. 1 to 2,4,5,7,8,9,10
d. 1,2,4,5,7,8,9,10
In Word 2003, the two primary graphic categories are:
a. charts
b. drawing objects
c. AutoShapes
d. pictures
e. Clip Art
What is the function of hanging indents in Microsoft Word 2003?
a. The Hanging Indent feature indents each line except the last line by the amount specified in the By field.
b. The Hanging Indent feature indents the last line by the amount specified in the By field.
c. The Hanging Indent feature indents each line except the first line by the amount specified in the By field.
d. The Hanging Indent feature indents all the highlighted lines by the amount specified in the By field.
e. The Hanging Indent feature right indents the first line by the amount specified in the By field.
How can you create a non-breaking hyphen?
a. Press ALT+SHIFT+H.
b. Press CTRL+HYPHEN.
c. Press CTRL+SHIFT+HYPHEN.
d. Press ALT+CTRL+HYPHEN.
e. None of the Above.
You are required to make a form in Word 2003. You require certain parts of the form to be protected against changes made by the end user and certain parts to be editable. How could you achieve this?
a. Add sections to the form, and choose which sections you would like to protect from the end user. You can make this choice at the menu Tools > Protect document.
b. Add Page breaks to the form, and choose which Page breaks you would like to protect from the end user. You can make this choice at the menu Tools > Protect document.
c. Mark the unprotected parts of the form by using ** and /** characters and protect the whole form from the menu Tools > Protect document.
d. Mark the unprotected parts of the form by using && and /&& characters and protect the whole form from the menu Tools > Protect document.
e. Select the parts of the form that you do not want to protect, and choose Tools > do not protect. After completing this, protect the whole form from the menu Tools > Protect document
Which one of the following is a shortcut for going to the beginning of a column in the same column in a Table?
a. ALT+PageUp
b. ALT+X
c. SHIFT+F7
d. CTRL+O
e. ALT+TAB
When you press the TAB key, the cursor moves 1/2 inch across the page and an arrow appears on the screen. This is a default setting. How can you change this setting?
a. Press CTRL+ ALT; change the Tab stop position settings. Press OK.
b. Choose File > Tabs from the menu; change Tab Stop Position. Click Set.
c. Choose Format > Tabs from the menu. In the "Default tab stops" box, enter the amount of spacing you want between tab stops.
d. Choose the Tabs position in the Format menu; change Default Tab Stop Position. Click Exit.
e. Press SHIFT+TAB. Change the default settings in the Tab Stop Position field. Press Set.
What is the minimum number of rows and columns that a Word 2003 table can have?
a. Zero
b. 2 Rows and 1 Column
c. 2 Rows and 2 Columns
d. 1 Row and 1 Column
e. 1 Row and 2 Columns
Which of the following Windows opens when you press the Shift + F1 key?
a. AutoSave
b. Reveal Formatting
c. Convert
d. Auto Select
e. Draw Table
State whether True or False.

You can open the Find and Replace dialog box by pressing the CTRL + F key combination.
a. True
b. False
Which font effect has been applied on the text shown in the figure?
a. Superscript
b. Subscript
c. Shadow
d. Emboss
e. Strikethrough
f. Engrave
g. Double strikethrough
How can you right-align a paragraph by using shortcut keys?
a. Select the paragraph. Press SHIFT+R.
b. Select the paragraph. Press F3.
c. Select the paragraph. Press SHIFT+CTRL+R.
d. Select the paragraph. Press CTRL+ALT+R.
e. Select the paragraph. Press CTRL+R.
The figure shows the "Indents and Spacing" tab options under the menu Format > Paragraph. The Line spacing has been set at "Exactly". What does this mean?
a. The line spacing is fixed, and Word 2003 does not adjust it. This option does not space all lines evenly.
b. Word 2003 sets the line spacing at exactly one-and-one-half times that of single line spacing.
c. Word 2003 accommodates the largest font in that line, plus a small amount of extra space depending upon the font used.
d. The line spacing is fixed, and Word 2003 does not adjust it. This option spaces all lines evenly.
A graphic contained within a table cell would be properly formatted with the __________ wrapping layout option if you see the ________ when the graphic is selected. This layout option is usually the default. However, when you paste a graphic from another application than Word, you may have to properly set this option.
a. "Tight", circular blue handles with a single-line red border
b. "In line with text", square black handles with a single-line black border
c. "Square", square blue handles with a double-line red border
d. "Square", circular blue handles with a double-line black border
What is the method to disable the Reading Layout feature and open documents in the default (Print Layout)?
a. Press the ALT+F5 keys; choose the View option from the menu. Uncheck the Reading Layout check box. Click OK.
b. Click the Tools menu; select Options and then choose Customize. Undo the Reading Layout feature.
c. Click on the View menu and choose the Compatibility option; uncheck "Permit Starting in Reading Layout."
d. Click the Tools menu and choose Options; when the Options multi-tabbed dialog box appears, click General. Uncheck "Allow Starting in Reading Layout." Click OK.
You are required to prepare an essay in Word 2003 consisting of only 250 words. What is the most convenient way for you to count the total number of words in your document?
a. First justify the document (both left and right justified), then count the number of words on one line and multiply them by the number of lines.
b. Select the text whose words you require to count and right-click the mouse button. Choose the "Word Count" option.
c. Choose the "Word Count" option under the Tools menu.
d. Choose the "Paragraph statistics" option under the View menu.
e. Count each word one by one. There is currently no tool available for counting the number of words.
State whether True or False.
In a Word 2003 document, if the formatting is restricted, the commands and keyboard shortcuts that apply formatting directly are not available.
a. True
b. False
How can you hide the Clipboard icon from popping up on the Windows taskbar?
a. Select Insert > Office Clipboard; click on Symbol. Uncheck "Show Office Clipboard Icon on Taskbar."
b. Choose Table > Formula; click on the Options button. Uncheck "Show Office Clipboard Icon on Taskbar."
c. Choose Edit > Office Clipboard; click on the Options button. Uncheck "Show Office Clipboard Icon on Taskbar" and "Show Status Near Taskbar When Copying."
d. Press ALT+R key; click on the Clipboard button. Undo "Show Office Clipboard Icon on Taskbar."
How can you change the font of a text?
a. Select the text and choose Format > Font from the menu.
b. Select the text and choose Tools > Font from the menu.
c. Press the F4 key and choose the Font from the drop down list.
d. Press ALT+O and choose Format > Font from the menu.
e. Select the text and press CTRL+O to reach the Font Type window.
Wrapping styles can be used to modify the layout of text in relation to a graphic. Which style wraps the text around a graphic in an irregular shape bounding the actual image? (The graphic will move as text is added or deleted.)
a. In front of text
b. Square
c. Behind text
d. In line with text
e. Tight
When you left-click on the Insert menu option and click Page Numbers, a pop up window opens. Which of the following options is/are available in the pop-up menu?
a. Styles and Formatting
b. Break
c. Position
d. Layout
e. Alignment
The figure shows the Drop Cap menu option. What function does this option perform?
a. It does not allow capital letters to be used in the document.
b. It does not allow capital letters to be used in the document apart from the first letter of any sentence.
c. It lets you begin a paragraph with a large dropped initial capital letter.
d. It automatically starts all paragraphs and sentences with capital letters.
e. It provides options for converting all uppercase text to lowercase text.
What are bookmarks used for?
a. To quickly jump to a specific location in the document.
b. To add hyperlinks in a web page.
c. To add anchors in a web page.
d. To mark the ending of a page of the document.
e. To mark the ending of a section of the document.
If you want to copy and paste some formatted text so that the text becomes unformatted where it is pasted, you could perform a ________ operation.
a. Setting the Page
b. Hyper Text
c. Paste Unformat
d. Paste Special
e. Post Special
When you choose the Split option in the Window menu, the window gets split into two. How can you return to the original state (i.e., back to a single window)?
a. Left click on the Window menu and choose Remove Split.
b. Left click on the Edit menu and choose Undo Split.
c. Left click on the Window menu and choose Delete Split.
d. Left click on the Tools menu and choose Remove Split.
e. Left click on the Window menu and choose Split Window.
What will you do to print an A5-size (148mm x 210mm) document on A4-size (210 x 297mm) paper?
a. Scale the font size of the text by the required percentage: e.g., the A5 size is 30% smaller, than the A4 size, so scale the font size to 142% and print the document.
b. Select File > Print. Under Zoom, specify the paper size in the"Scale to Paper Size" list as A4.
c. On the Format menu, click Print. Under Paper, click the A4 option in the "Scale to paper Size" box.
d. Choose the option Allow A4/Letter paper resizing in the Print Options available at the menu File > Print.
In which view are thumbnails not available in Word 2003?
a. Web Layout view
b. Reading Layout view
c. Normal view
d. Print Layout view
The figure shows the horizontal ruler. What has been marked by the red arrow?
a. The indent marker
b. The hanging indent marker
c. The second line indent marker
d. The paragraph indent marker
e. The cascading indent marker
If the word "trick" is displayed on the screen, with the cursor between the letters 'i' and 'c' and the Delete key is pressed, how will said word appear on the screen?
a. trik
b. rik
c. tr
d. trck
e. trick
How can you spell check your entire Microsoft Word 2003 document?
a. Press F7 or click the Spelling icon on the Standard toolbar.
b. Press F4 and click the Grammar icon.
c. Choose Window > Spelling and Grammar.
d. Choose Tools > Spelling and Grammar.
e. Press the ALT+F6 key.
What is a Tab Stop in Word 2003?
a. A setting that disables the use of the Tab key while working on a document.
b. A setting that disables the use of the Shift+Tab key combination while working on a document.
c. A position you set for placing and aligning text on a page.
d. The point at which one page ends and another begins.
The title bar is present at the top of the Microsoft Word 2003 window. What does it contain at the left corner?
a. Alignment Icon
b. Edit window
c. Office Clipboard
d. Application icon
e. Maximize Button
How can you insert a sound file in a Word 2003 Document?
a. From the Insert > Object menu option.
b. From the Insert > Sound menu option.
c. From the Insert > File menu option.
d. By right-clicking on the document and choosing the "Add sound" option.
How can you convert the whole document into uppercase if you have it typed in lowercase?
a. Select the document text and choose the "All caps" option under the menu Format > Style.
b. Select the document text and choose "Corporate" under the menu Format > Theme.
c. Select the document text and select the "All caps" check box in the Font dialog box after first selecting Format > Fonts.
d. Select the document text and choose the "UPPERCASE" option in the Change Case dialog box after first selecting Format > Change Case from the menu.
e. There is no such option available in Word 2003.
What is the function of AutoSummarize feature in Word 2003?
a. It creates a 250-word, 500-word, or 1000-word summary of the document.
b. It adds automatic headers, bold and italic characters, as well as automatic formatting of the document, to give the look of a well summarized document.
c. It summarizes the statistics of the document into a report, such as total words, total characters, total pages, total paragraphs, file size, etc.
d. It identifies the key points in a document for you to share with others or quickly scan.
You are required to make a form in Word 2003. You require certain parts of the form to be protected against changes made by the end user and certain parts to be editable. How could you achieve this?
a. Add sections to the form, and choose which sections you would like to protect from the end user. You can make this choice at the menu Tools > Protect document.
b. Add Page breaks to the form, and choose which Page breaks you would like to protect from the end user. You can make this choice at the menu Tools > Protect document.
c. Mark the unprotected parts of the form by using ** and /** characters and protect the whole form from the menu Tools > Protect document.
d. Mark the unprotected parts of the form by using && and /&& characters and protect the whole form from the menu Tools > Protect document.
e. Select the parts of the form that you do not want to protect, and choose Tools > do not protect. After completing this, protect the whole form from the menu Tools > Protect document
How are spelling errors displayed in Word 2003?
a. The errors are highlighted by a green wavy line.
b. The word with the wrong spelling has a strikethrough font.
c. The errors are highlighted by a red wavy line.
d. The color of the word with the wrong spelling will change to red.
In documents having many paragraphs, the appearance of the documents can be improved by increasing the spacing between paragraphs. Where in Word, is the built-in option that allows you to add such space?
a. Click on Insert > Paragraph; go to the Spacing section and change the "Before" and "After" fields.
b. Click on Format > Paragraph; go to the Spacing section and change the "Before" and "After" fields.
c. Click on Format > Theme; go to the Spacing section and change the "Before" and "After" fields.
d. Press ALT+X; click on the Spacing menu; change the line spacing measurements.
In the Print dialog box, the default option for the "Print what" field is Document. Which one of the following is not one of the six other "Print what" options?
a. Document properties
b. Document showing markup
c. List of markup
d. List of graphics
e. Styles
f. AutoText entries
g. Key assignments
State whether the following statement is True or False.
Once a macro is running, it is not possible to stop it.
a. True
b. False
There are over a hundred predefined formatting styles in Word 2003 to choose from. However, only a small number of them are displayed in the default list of styles. If you want to see all formatting styles (both predefined and customized), you could:
a. Press the SHIFT key and click the arrow on the Style drop-down menu button on the Formatting toolbar.
b. Select Formatting and Styles from the Styles menu. Then select "All Styles" from the Show options in the Formatting and Styles task pane.
c. Press the CTRL key and click the arrow on the Formatting drop-down menu button on the Styles toolbar.
d. Select Styles and Formatting from the Format menu. Then select "All Styles" from the Show options in the Styles and Formatting task pane.
Can you insert a new table inside a cell of an existing table in your Word 2003 document?
a. Yes
b. No
What is thesaurus used for?
a. Spelling options
b. Grammar options
c. Synonyms and Antonyms
d. Opposite words
e. Different options for spelling the word
What does the CTRL+B shortcut accomplish in Word 2003?
a. It converts the selected text into the next larger size of the same font.
b. It adds a line break to the document.
c. It makes the selected text bold.
d. It adds a segment break to the document.
In Microsoft Word 2003, you can easily create bulleted or numbered lists of items. What is the method for removing the numbering?
a. Select Bullets and Numbering in the Tools menu; choose the Undo option. Click Exit.
b. Highlight the numbered list; choose Format > Bullets and Numbering from the menu and click None. Click OK.
c. Press CTRL+O key; select Remove Numbering from the given menu options. Press OK.
d. Select the Numbering List; right click and choose the Undo Numbering option. Click OK.
In the figure, the words "fox jumped" appear lower than the rest of the words in the sentence. Which effect has been applied to these words?
 a. Superscript
b. Lowered
c. Subscript
d. Shadow
e. Laid down
When you press the TAB key, the cursor moves 1/2 inch across the page and an arrow appears on the screen. This is a default setting. How can you change this setting?
a. Press CTRL+ ALT; change the Tab stop position settings. Press OK.
b. Choose File > Tabs from the menu; change Tab Stop Position. Click Set.
c. Choose Format > Tabs from the menu. In the "Default tab stops" box, enter the amount of spacing you want between tab stops.
d. Choose the Tabs position in the Format menu; change Default Tab Stop Position. Click Exit.
e. Press SHIFT+TAB. Change the default settings in the Tab Stop Position field. Press Set.
To find the answer press CTRL+F in your keyboard and type the word(s) you want to find.
How can you create a box around the text that is placed on a web page,  as shown in the figure? 
Ans: Draw a rectangle around the text using the rectangle drawing tool.
A documents having many paragraphs, the appearance of the documents can be improved by increasing the spacing between paragraphs. Where in word, is the built-in option that allows you to add such space? 
Ans: Click on Format- Paragraph;   go to the Spacing section and change the “Before”  and  “After “ fields.
State whether the following statement is true or false.
Once a macro is running,  it is not possible to stop it.
Ans: False
What is the tab stop in Word 2003? 
Ans: A position you set for placing and aligning text on a page.
Where is the mail Merge feature located in the main menu? 
Ans:  In the Tools menu
How can you insert a sound file in a Word 2003 Document? 
Ans: From the Insert > Object menu option
Which font effect has been applied on the text shown in the figure?
Ans: Emboss
When you right-click on a cell of a table drawn in a Word 2003 document, you can see the properties and options and figure. The Split Cells option has been highlighted in the figure. What is the function this option
Ans: It allows you to divide an existing cell of a table into more rows and columns.
Can you give a 3-D (3-Dimensional) effect to your text and, graphics using Word 2003?
Ans: Yes
Which feature of Word 2003 allows you to use information from two different files for the quick creation correspondence and other documents like interview letters and invitations? 
Ans: Mail Merge
If the word “trick” is displayed on the screen, with the cursor between the letters ‘i’ and ‘c’ and the Delete key is pressed.  said word appear on the screen? 
Ans: trik
How can you create a non-breaking hyphen? 
Ans: Press CTRL+SHIFT+HYPHEN   ­
When you left-click on the Insert menu option and click Page Numbers, a pop up window opens. Which of the following  is/are available in the pop-up menu?
Ans: Position
What does the CTRL+B shortcut accomplish in Word 2003?
Ans: It makes the selected text bold.
State Whether True or False
You can open the Find and Replace dialog box by pressing the CTRL+F key combination
Ans: True
Can you insert a new table inside a cell of an existing table in your word 2003 document.
Ans: Yes
The figure shows the edit tab under the Tool >Options menu The Enable click and type Options has been checked what does the this potation performs. 
Ans:  Its allows you to quickly insert text, graphics, table or other items in a blank area of a document.
Which of the following functions is used to replace quotes (“) will smart quotes (“) in the text documents.
Ans: Tools> Auto format
The figure shows the Margins tab under the File > Page Setup menu. The gutter margin has been set at 0.1″. What is a gutter margin? 
Ans: Some extra space added to the right margin of the page required for cutting the page into even sizes at the time of binding.
The title bar is present at the top of the Microsoft Word 2003 window.  What does it contain at the left corner?
 Ans: Maximize Button
Which of the following are valid sources for storing the addressee information required for Word 2003 mail merge?
Ans: All of above
What are sections used for in a Word 2003 document?
Ans: They are used to divide the document into parts so that each part may be independently printed when the print command is given.
What does the CTRL+U shone accomplish in Word 2003? 
Ans: It underlines the selected word
What is the function of AutoSummarize feature in Word 2003? 
Ans:  It summarizes the statistics of the document into a report, such as total words,  total characters, total pages, total  paragraphs, file size etc. 
How can you resize the width or height of a picture in a Word 2003 document?  Select all of the answers below that  apply. 
Ans: By right-clicking on the picture and, from the Format Picture floating menu, choose the “Size” tab.
What does the CIRL+I shortcut accomplish in Word 2003? 
Ans:  It applies italic formatting to the selected text.
What is the method to disable the Reading Layout feature and open documents in the default (Print Layout)?
Ans: Click the Tools menu and choose Options; when the Options multi-tabbed dialog box appears, click General. Uncheck ‘Allow Starting in Reading Layout.” Click OK.
You want to view a document in the Reading Layout view. What will you do?
Ans: Press ALT+R
A paragraph can be made to stand out from the rest of the document by giving it a border or shading. How can you give a (selected) paragraph a special shade?
Ans: Select Format > Borders and Shading. Select the Shading tab. Select the Color and click OK.
What will you do to print an A5-size (148mm x 210mm) document on A4-size (210 x 297mm) paper? 
Ans: Select File > Print. Under Zoom, specify the paper size in the “Scale to Paper Size” list as A4.
Can you change the background picture of a Word 2003 Theme that has been applied to a page?
Ans: Yes
What are bookmarks used for? 
Ans:  To quickly jump to a specific location in the document.
Normally when you click on the File menu, Microsoft Word 2003 shows you the names of the last four files used. How can that be increased? 
Ans:  Under Tools > Options: click the General tab. Increase the number on the “Recently Used File List” option.
The given figure shows the reviewing toolbar. What function is performed by the button marked by the letter X.
Ans:  It allows you to highlight the selected text or graphic in a document.
The fiqure shows the Save As dialog box under File menu. The Save As type has been specified as XML document and them apply transfrom option has been checked (selected). What does this mean.
Ans: It allows you to change the author name for the XML file.
In Microsoft word 2003, you can easily created bulleted or numbered lists of items. What is the method for removing the numbering. 
Ans: Highlight the number list choose formats > Bullets and numbers from the menu and click none click ok.
State whether the following statement is true or False.
It is possible to add custom words to the dictionary that Word 2003 uses to check spelling errors in document.
Ans: True
There are over a hundred predefined formatting styles in Word 2003 to choose from. However, only a small number of them are displayed in the default list of styles. If you want to see all formatting styles (both predefined and customized), you could:
Ans: Press the SHIFT key and click the arrow on the Style drop-down menu button on the formatting toolbar.
Wrapping Styles can be used to modify the layout of text in relation to a graphic. Which style wraps the text around a graphic in a irregular bounding the actual image? (the graphic will move as text is added or deleted.
Ans: in line with text
Which word 2003 toolbar is show in the figure? 
In Microsoft word 2003, you can easily created bulleted or numbered lists of items. What is the method for removing the numbering. 
Ans: Highlight the number list choose formats > Bullets and numbers from the menu and click none click ok.
Which word 2003 toolbar is show in the figure? 
Ans: Picture toolbar
State whether True or False.
In a Word 2003 document, if the formatting is restricted, the commands and keyboard shortcuts that apply formatting directly not available.
Ans: True
You are required to prepare an essay in Word 2003 consisting of only 250 words. What is the most convenient way for you to count the total number of words in your document? 
Ans:  Choose the “Word Count” option under the Tools menu.

Popular Posts