আমার    পরান যাহা চায়
 
আমার    পরান যাহা চায় তুমি    তাই, তুমি তাই গো।
তোমা     ছাড়া আর এ জগতে মোর    কেহ নাই কিছু নাই গো॥
তুমি       সুখ যদি নাহি পাও,    যাও    সুখের সন্ধানে যাও--
আমি      তোমারে পেয়েছি হৃদয়মাঝে,    আর কিছু নাহি চাই গো॥
আমি      তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস,
          দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী,    দীর্ঘ বরষ মাস।
যদি      আর-কারে ভালোবাস,    যদি    আর ফিরে নাহি আস,
তবে,    তুমি যাহা চাও, তাই যেন পাও,    আমি যত দুখ পাই গো॥
 
 
কতদিন দেখিনি তোমায় 
 কথাঃ প্রণব রায় 
 সুরঃ কমল দাশগুপ্ত 
 কণ্ঠঃ মান্না দে
 
 ——————————
 
 কতদিন দেখিনি তোমায় 
 তবু মনে পড়ে তব মুখখানি 
 স্মৃতির মুকুরে মম আজ 
 তবু ছায়া পড়ে রানী
 কতদিন দেখিনি তোমায় 
 
 কত দিন তুমি নাই কাছে,
 তবু হৃদয়ের তৃষা জেগে আছে
 প্রিয় যবে দূরে চলে যায়
 সে যে আরও প্রিয় হয় জানি
 কতদিন দেখিনি তোমায় 
 তবু মনে পড়ে তব মুখখানি
 
 হয়ত তোমার দেশে আজ
 এসেছে মাধবী রাতি
 তুমি জোছনায় জাগিছো নিশি
 সাথে লয়ে নতুন সাথী
 
 হেথা মোর দীপ নেভা রাতে
 নিদ নাহি দুটি আঁখি পাতে
 প্রেম সে যে মরিচীকা হায়
 এ জীবনে এই শুধু মানি
 
 কতদিন দেখিনি তোমায় 
 তবু মনে পড়ে তব মুখখানি 
 স্মৃতির মুকুরে মম আজ 
 তবু ছায়া পড়ে রানী
 কতদিন দেখিনি তোমায় 
 
 
  
 

Related Posts:

  • Bangla Gaaner Kotha / গান গান:- রোদেলা দুপুর কথা :- মিথিলা সুর ও সঙ্গীত :- তাহসান কন্ঠ :- তাহসান ও মিথিলা রোদেলা দুপুরে ক্লান্ত শরীরে হেটে আসা বহুদূর দুঃখকে ভুলে হাতে হাত তুলে গেয়ে যাওয়া প্রিয় সুর । দূরে আরও দূরে হারিয়ে চলো মেঘেদের ছায়া তলে সুখে আ… Read More
  • Microsoft Excel Bangla Tutirials Microsoft Excel এ স্প্রেডসিট তৈরী, ফর্মুলা ব্যবহার । এক্সেল ব্যবহার করে সাধারন স্প্রেডেসিট তৈরী, সেখানে ডাটা ব্যবহার এবং ফর্মুলা/ফাংশন ব্যবহার করার পদ্ধতি তুলে ধরা হচ্ছে এখানে। এক্সেল চালূ করে নতুন একটি ওয়ার্কবুক … Read More
  • Odesk overview for data entry Normal 0 false false false EN-US X-NONE X-NONE … Read More
  • ইন্টারনেটে কাজ করে অর্থ উপার্জন : কিভাবে করবেন বলা হচ্ছে আগামীতে আউটসোর্সিং হবে বাংলাদেশের সবচেয়ে বড় আয়ের উতস, কর্মসংস্থানের সবচেয়ে বড় যায়গা। তারপরও যারা একাজ করবেন তারা অনেকেই অন্ধকারে রয়ে গেছেন। অনেকেই জানেন না ঠিক কি করবেন। কি যোগ্যতা প্রয়োজন হবে, কি কি যন্ত্রপা… Read More
  • ফটোশপে থ্রিডি : টুডি ইমেজ থেকে থ্রিডি ফটোশপে থ্রিডি : টুডি ইমেজ থেকে থ্রিডিথ্রিডি স্পেসের সাধারন বৈশিষ্ট হচ্ছে সেখানে তিনটি এক্সিস থাকে এক্স, ওয়াই এবং জেড। আপনি একটি টুডি লেয়ারকে পারস্পেকটিভ ট্রান্সফরম করে থ্রিডি ইফেক্ট দেখাতে পারেন। অথবা ফটোশপের থ্রিডি ফিচার ব্… Read More

0 comments:

Post a Comment

Popular Posts