বর্তমান প্রেক্ষাপটে ইন্টারনেট একটি মস্ত বড় মিডিয়াতে পরিণত হয়েছে । আর তাই এই মিডিয়াতে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন ওয়েবসাইট । কেউ বা শখের বশে কেউবা উপার্জনের লক্ষে ,কেউবা ব্যবসায়িক কাজে ইন্টারনেট কে ব্যবহার করছেন । বিভিন্ন কাজে একটি ওয়েবসাইট দারুণ ভূমিকা রাখে তা বলার অপেক্ষা রাখেনা । কিন্তু পর্যাপ্ত দিক-নির্দেশনা ও পরিকল্পনার অভাবে আপনার ওয়েবসাইট তৈরির সকল পরিশ্রম ব্যর্থ হতে পারে !!! তাই এক্ষেত্রে কাজে নামার আগে পরিকল্পনার বিকল্প নেই । চলুন জেনে নিই কিছু প্রধান প্রধান ধাপ যা হয়ত আপনাকে কিছু ভূল থেকে রক্ষা করতে পারে ।

১ । প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে আপনি কেন ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন । যদি শখের বশে করে থাকেন তাহলে বেশি চিন্তা ভাবনার কোন প্রয়োজন নেই কাজে নেমে পড়ুন

২ । যদি কোন লক্ষ্যকে সামনে রেখে ওয়েবসাইট তৈরি করার কথা চিন্তা করে থাকেন তবে মনে মনে হিসেব করে ফেলুন আপনি এই কাজের জন্য কত টাকা খরচ করতে পারবেন । (কেননা লক্ষ্য পূরন করতে হলে কিছু টাকা আপনার খরচ হবেই সেটা আগেও হতে পারে আবার পরেও হতে পারে)

৩ । এবার ঠিক করুন আপনি কি ধরনের বা কোন বিষয়ভিত্তিক ওয়েবসাইট বানাবেন ।

৪ । ডোমেইন এবং হোস্টিং এর জন্য পরিচিত কারও সাথে যোগাযোগ করতে পারেন ।

৫ । ডোমেইন /হোস্টিং কেনার আগে জেনে নিবেন আপনাকে ডোমেইন /হোস্টিং এর cPanel দেয়া হবে কিনা । যদি দেয়া হয় তবেই নেবেন ।

৬ । ওয়েবসাইট যদি নিজে বানাতে পারেন তবে আপনার খরচ অনেকটাই বেঁচে যাবে আর যদি না পারেন তবে পরিচিত কারও সাহায্য নিতে পারেন ।

৭ । বিভিন্নভাবে ওয়েবসাইট এর প্রচারণার জন্য ব্যবস্থা নিতে হবে । এর জন্য আপনি পত্রিকায় বিজ্ঞাপন ,SEO,ইমেইল ইত্যাদি উপায় অবলম্বন করতে পারেন ।

৮ । ওয়েবসাইট এর ডাটাসমূহ অবশ্যই সংরক্ষন করার ব্যবস্থা করতে হবে । কেননা কোন সমস্যায় যদি ডাটা হারিয়ে গিয়ে থাকে তবে আপনাকে টেনশন করতে হবেনা ।

আপাতত এই কয়টি বিষয় মাথায় রেখে সামনে এগিয়ে যান ,সফল হবেন ইনশাআল্লাহ্‌ । সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল ।

Related Posts:

  • All Photo Size Print Size (in.) Size (mm) Pixels Passport Size 2 x 1.5 38.1 x 50 108 x 144 Business card 3.5 x 2 85 × 55… Read More
  • তৈরি করুন একটি অদৃশ্য ফোল্ডার তৈরি করুন একটি অদৃশ্য ফোল্ডার  একটি New Folder তৈরি করুন, যখন New Folder লিখাটি নীল রং এ সিলেক্ট করা থাকবে তখন keyboard এর ডান পাশের Alt চেপে ধরে 0160 চাপুন, এবার Alt key থেকে আঙুল সরিয়ে নিন এবং Enter এ ক্লিক করুন। এব… Read More
  • Computer Tips 2 ভাইরাসের কারনে হিডেন হওয়া ফাইল উদ্ধার করুন !!পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসের কারনে হিডেন হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখে। এতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুল… Read More
  • ইউটিউব ভিডিও ডাউনলোড করব কিভাবে ? Without any Software. Normal 0 false false false EN-US X-NONE X-NONE … Read More
  • দেশাত্মবোধক গান / Desh er Gan জন্ম আমার ধন্য হলো মাগো জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো।। তোমার কথায় হাসতে পারি তোমার কথায় কাঁদতে পারি মরতে পারি তোমার বুকে বুকে যদি রাখো মাগো।। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো তোমার দেখায় … Read More

0 comments:

Post a Comment

Popular Posts